ইভিএম নিউজ ব্যুরো, ১৩ জুলাইঃ(Latest News) পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ পেরিয়ে যাবার পরেই আজ ভোট গণনা। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ অর্থাৎ নির্বাচন অতিক্রম হওয়ার পরেই আজ ভোট গণনার দিন সেই জায়গায় এক নজিরবিহীন দৃশ্য ধরা পরল আমাদের ক্যামেরায়। এক দৃষ্টিহীন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং অফিসারদের সহযোগী হিসেবে। দৃষ্টিহীন প্রতিবন্ধী এই ব্যক্তি সরকারি পদে চাকুরীরত। আনন্দ এপি স্কুলে তিনি দীর্ঘদিন যাবত শিক্ষকতা করে আসছেন। কিন্তু আজ ভোট গণনার দিন ভোট শেষের প্রাক্কালে তার কাছে এসেছে এই নির্দেশ। অতএব দায়িত্ত্ব পালনে তিনি বাধ্য। কিন্তু চোখের জ্যোতি ছাড়া কি করে সম্ভব এই গুরুদায়িত্ব সামলানো? বারবার এই নিয়ে তিনি ভেবেছেন কিন্তু পিছিয়ে আসেননি কখনোই।
কখনো তার নিজের কাজ থেকে বিরত থাকেননি। সঠিকভাবে নিজের কাজ দায়িত্ত্ব পালনে অবগত থাকেন। কিন্তু তিনি ব্যাক্তিগত ভাবে জানিয়েছেন তিনি সবসময় কাজের মধ্যে থাকতে ভালোবাসেন ,কাজকে ভালোবাসেন, বসে থাকতে তার ভালো লাগে না , কাজকে নিয়েই চলতে চান, তিনি এতবছর ধরে স্কুলে শিক্ষিকতা করছেন ছাত্রছাত্রী পরিয়ে আসছেন সেই কাজ তিনি ভালোবেসে করেন, সেখানে কাজের মধ্যেই থাকা যায়।তাই আজকের এই ভোট গণনার দিনে এই গুরুদায়িত্ত্ব পালনে তিনি খুশি না থাকলেও তিনি তার দায়িত্ত্ব পালন করছেন দক্ষতার সাথে। প্রায় ২০১৯ থেকে এই কাজের দায়িত্বে রয়েছেন তিনি। এবং তিনি চাইছেন যাতে ভবিষ্যতে এইরকম কোনো দৃষ্টিহীন ব্যক্তি বা কোনো প্রতিবন্ধী ব্যক্তিদের এই এইরকম দায়িত্ব না দেওয়া হয় যে কাজে তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। (EVM News)