ব্যুরো নিউজ, ১ জুন : সপ্তম দফার ভোটের দিন উত্তপ্ত হয়ে উঠল জয়নগর লোকসভার কুলতলি। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই গণ্ডগোল শুরু হয় বলে অভিযোগ। ইভিএম ও ভিভিপ্যাট জলে ফেলে দেওয়া হয়। শুধু তাই নয় তৃণমূল কর্মীরা ভোট দিতে বাধা দেয় বলেও অভিযোগ উঠেছে।
ভোটের আগের রাতে উত্তপ্ত সন্দেশখালি
সপ্তম দফার নির্বাচনে উত্তপ্ত কুলতলি
এলাকাবাসীর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের ভোট দিতে বাধা দেয়। এর প্রতিবাদেই ইভিএম এবং ভিভিপ্যাট পুকুরে ফেলে দেয় বাসিন্দারা। বিক্ষোভ দেখাতে থাকেন বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ এলে গাড়ির গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজেপি প্রার্থী অশোক কান্ডারী। কমিশনের প্রতিনিধিরাও যান ঘটনাস্থলে। ঘটনার তদন্ত শুরু করেছে কমিশন। পরিস্থিতি স্বাভাবিক হলে বিকল্প ইভিএম মেশিন এনে ভোটদান শুরু হয়। শেষ দফা নির্বাচনে একের পর এক অশান্তির ছবি ধরা পড়ছে।