ইভিএম নিউজ ব্যুরো, ১০ জুনঃ(Latest News) পঞ্চায়েত ভোটের দিন ঘোষনা হতেই নিজেদের দাবি পূরনে দাবিতে সরব হলেন বনবস্তির বাসিন্দারা ৷ উত্তরবঙ্গ বন শ্রমজীবি মঞ্চের ব্যানারে আজ আলিপুরদুয়ার জেলা শাসকের দপ্তরের সামনে নিজেরদের দাবিতে সরব হয়ে ডেপুটেশন দিতে আসে হাজার দুয়েক বনবস্তির মানুষজন ৷ বন শ্রমজীবি মঞ্চের আহ্বায়ক লাল সিং ভূজেল বলেন সরকারি অধিকার সংবিধান স্বীকৃত হলেও তাদের অধিকার দিচ্ছে না প্রশাসন ৷ তাদের অধিকার না দিলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে উত্তরবঙ্গের বনবস্তির বাসিন্দারা পঞ্চায়েত ভোট বয়কট করবে বলে জানান।(EVM News) 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর