ইভিএম নিউজ ব্যুরো, ২০ ফেব্রুয়ারিঃ তুরস্কের ভূমিকম্প- বিধ্বস্ত এলাকায় প্রাণের হদিশ পেতে এবার নয়া প্রযুক্তি। নাসার ফাইন্ডারকে কাজে লাগাতে চাইছেন উদ্ধারকারীরা। এই নতুন প্রযুক্তির নাম ডিজাস্টার ইমার্জেন্সি রেসপন্স। নয়া প্রযুক্তির ডিভাইসগুলি গত সপ্তাহেই তুরস্কে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। নাসার এই উন্নত প্রযুক্তি উদ্ধার কাজে গতি আনবে বলে মনে করা হয়েছে।
ডিজাস্টার ইমার্জেন্সি রেসপন্স নামক নাসার ওই ফাইন্ডার ডিভাইসগুলি ধ্বংসস্তূপের নীচে বা তুষারপাতের মধ্যে বেঁচে থাকা ব্যক্তিদেরও খুঁজে বের করতে পারে এবং মাইক্রোওয়েভ রাডার সেন্সর ব্যবহার করে দূর থেকে তাদের হৃদস্পন্দন এবং শ্বাস-প্রশ্বাস শনাক্ত করতে পারে।
এই প্রসঙ্গে নাসা জানিয়েছেন, নয়া প্রযুক্তির এই ডিভাইজারগুলি তুরস্কে পাঠানোর পর ধ্বংসাবশেষের মধ্যে কাজ ইতিমধ্যেই শুরু করেছে।
জানা গিয়েছে, ২০১০ সালে হাইতিতে বিধ্বংসী ভূমিকম্পের পরে ক্যালিফোর্নিয়ার নাসার জেট প্রপালশান ল্যাবরেটরির একটি দল ওই ডিভাইস তৈরি করেছিল। আর সেই ডিভাইজারটি এবার কাজে লাগানো হল তুরস্কের ভূমিকম্পের বিধ্বস্ত এলাকায়। গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে দুটি অতি মাত্রার ভূমিকম্পে প্রায় ৪০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, ক্ষয় ক্ষতির সংখ্যা অগনিত।
এই প্রসঙ্গে, নাসার প্রশাসক বিল নেলসন বলেন, তুরস্কের ভূমিকম্পের ক্ষতিগ্রস্তের পাশে রয়েছে নাসা। আমাদের বিশেষজ্ঞদের দল ভূমিকম্পবিধ্বস্ত এলাকায় মূল্যবান তথ্য সরবরাহ করার জন্য কঠোর পরিশ্রম করতে উদ্যোগী হয়েছে।