পাখা চালানোর দিন প্রায় এসেই গেলো। কারণ বঙ্গে তাপমাত্রা চড়ছে। শহর কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় বাড়ল ২ ডিগ্রি। এই পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের খবর, সরস্বতী পুজোর দিন তাপমাত্রার পারদ আরও কিছুটা ওপরে উঠবে। একের পর এক সক্রিয় পশ্চিমি ঝঞ্ঝায় শীতের ইনিংস গুটিয়ে যাওয়ার মুখে। এই ঝঞ্ঝা উত্তরে হাওয়ার সামনে ট্রাফিক জ্যাম করে রেখে ভিলেনে পরিণত হয়েছে । তার ওপর বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় অবস্থান করার দরুন জলীয় বাস্প শীতের অপমৃত্যু ঘটিয়েছে। আগামী ২৭ তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়তে বাড়তে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। সোমবার তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা মঙ্গলবার বেড়ে দাঁড়াল ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। ফলে এতদিন যে শীতের আমেজ অল্প বিস্তর অনুভব করা যাচ্ছিলো, এবার সেটাও উবে যাওয়ার পথে। আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, খুব বড় পরিবর্তন ছাড়া শীতের বিদায় প্রায় নিশ্চিত।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর