ইভিএম নিউজ ব্যুরো, ৬ এপ্রিলঃ নিজের সব থেকে কাছের, প্রিয় জিনিস কাছে রাখতে কে না চায় বলুন। সে যে কোনও মূলেই হোক না কেন। নিজের অনেকদিনের কাঙ্খিত বস্তু পাওয়ার আশায় অনেকেই অনেক ধরনের প্রতিজ্ঞাবদ্ধ থাকেন। প্রতিদিন এইরকম কিছু না কিছু খবর আমাদের সামনে আসে, আবার কিছু কিছু প্রকাশ পায় না। তেমনই এক অভিনব খবর প্রকাশ্যে আসতেই অবাক করে দিয়েছে সকলকে।আর তাই নতুন ভাড়া পেতে নিজের পোষ্যকে সারাজীবনের জন্য কাছে রাখতে। তাকেই বিয়ে করে ফেললেন এক মহিলা। আর এই ঘটনাটি ঘটেছে লন্ডনের শহরে।
জানা গিয়েছে,কিছুদিন আগেই লন্ডনের একটি বাড়িতে ভাড়া থাকতেন ডোবোরা হজ নামে ওই মাহিলা। পরে অন্য একটি বাড়িতে ভাড়া নেন তিনি। তবে ওই বাড়িতে ভাড়া দেওয়ার ব্যপারে ভাড়াটিয়ার একটি শর্ত ছিল কোনোরকম পোষ্য রাখতে পারবে না সে। ফলে মহা বিপদে পড়েন তিনি। কারণ ডোবোরা তিনি তার পোষ্যকে কোন মতেই নিজের কাজ থেকে ছাড়তে নারাজ। সবশেষে নিজের কাছে সারা জীবনের মতো কাছে রাখতে তার সাথে বিয়েই সেরে ফেলেন তিনি। সমস্ত বিষয়টি সমাধানের জন্য দ্বারস্থ হন একজন আইনজীবীর কাছে। দেন তিনি। সমস্ত নিয়মনীতি মেনেই চার হাত এক হয় তাদের। হোক না পাত্র বিড়াল, তবে জাঁকজমকে একটুও খামতি ছিল না। এই বিষয়ে তিনি বেজায় খুশি প্রকাশ করেছেন তিনি।
বিড়ালকে স্বামী হিসেবে গ্রহণ করা ডোবোরার কীর্তি এই প্রথম নয়। এর আগে ৩ বার বাড়ি পরিবর্তন করেছিলেন ডোরবা। আর তিনবারই ৩ পোষ্যকে ভাড়া বাড়িতে জায়গা করে দিতে বিয়ে করেছেন তিনি। এবার দেখার নতুন এই বিয়ের কতদিনের জন্য টিকতে পারে।(EVM News)