ইভিএম নিউজ ব্যুরো, ২৯ মেঃ(Latest News) করোনার পর আবার নয়া ভাইরাস আতঙ্ক মার্কিন যুক্তরাষ্ট্রে। সে দেশের মিনোসোটা রাজ্যে এই নতুন ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। মিনেসোটা ছাড়াও আমেরিকার বেশকিছু জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে এই নতুন ভাইরাস। নতুন আতঙ্কটির নাম পোওয়াসান ভাইরাস (Powassan virus)। সর্বপ্রথম এর হদিশ মেলে পেনসিলভেনিয়ায়।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে জানানো হয়েছে, মানব দেহে পোয়াসান ভাইরাস আসে বিশেষ এক পোকার কামড় থেকে। এই পোকাকে টিক বলা হয়। উল্লেখ্য, এই ধরনের পোকা পশুদের লোমে বা গায়ে লেগে থাকে। এঁটুলি জাতীয় এই পোকা গ্রাউন্ডহগ টিক বা স্কুইরাল টিক নামে পরিচিত। আর সেই পোকা থেকেই ছড়াচ্ছে এই রোগ। এনসেফেলাইটিস, মেনিনজাইটিসের মতো রোগ হতে পারে এর সংক্রমণে। ইতিমধ্যেই এই ভাইরাসের সংক্রমণে একজনের মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, এই পোকাটি কামড়ানোর ১৫ মিনিটের মধ্যেই নাকি শরীরে এই ভাইরাস বাসা বাঁধে। এই ভাইরাস সংক্রমিত হলে বহু সময়ই রোগী উপসর্গহীন হন। মূলত এই ভাইরাস মস্তিষ্কে হামলা চালিয়ে দাপট ধরে রাখে শরীরে। যার জেরে মৃত্যু পর্যন্ত হতে পারে।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে যদি ধরা হয়, তাহলে দেখা যাবে মেইনেতে এই নিয়ে এই পোয়াসান ভাইরাসের প্রকোপে তিন জনের মৃত্যু হল। উল্লেখ্য, পোয়াসান ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সম্ভব হয় না। এটি পোকা বাহিত রোগ।
জ্বর জ্বর ভাব, এনসেফেলাইটিস, পেশির ব্যথা, মস্তিষ্কে প্রদাহ, গায়ে ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দেয়।(EVM News)