ভয়াবহ অগ্নিকান্ড

ইভিএম নিউজ ব্যুরো, ১০ এপ্রিলঃ উত্তর দিনাজপুরের বাড়িওল গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড। রবিবার ইটাহার থানার বাড়িওল গ্রামে পরপর ১৬টি বাড়ি আগুনে ভষ্মিভূত হয় বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ইটাহারের বিধায়ক তথা সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশাররফ হুসেন। তার সঙ্গে ছিলেন ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস,  স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এবং দলীয় কর্মীরা। অবস্থা খতিয়ে দেখার পর ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন বিধায়ক মোশারফ হুসেন ও বিডিও অমিত বিশ্বাস।পাশাপাশি নিজস্ব উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সাহায্য সহ  প্রয়োজনীয় সামগ্রী এবং ত্রিপল তুলে দেন। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সরকারি ভাবে সাহায্য করেন ইটাহারের বিডিও অমিত বিশ্বাস। বিধায়ক ও বিডিও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ( EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর