ইভিএম নিউজ ব্যুরো, ২৮ ফেব্রুয়ারিঃ পাহাড় হোক বা সমুদ্র ঘুরতে যেতে কার না ভালো লাগে বলুন? আর ঘুরতে যাওয়ার নাম শুনলে সবার প্রথমে যেটার কথা মাথায় আসে সেটা হল পকেটের চিন্তা। সাধ থকালেও সাধ্য কোথায়? আর যদি এই পুরো ব্যপারতাই হয় ফ্রি অফ কষ্টে অর্থাৎ পুরোটাই বিনামূল্যে। পর্যটকদের নির্দিষ্ট জায়াগায় ঘুরতে যাওয়ার জন্য টাকা দেবে ওই দেশের সরকার। ভাবছেন এটা আবার হয় নাকি!অনেকটা গল্প হলেও সত্যি মতো ঘটনা। তাই না? তাহলে বিষয়টি আপনাদের খুলেই বলা যাক। সম্প্রতি এমন অভাবনীয় সুযোগ নিয়ে এসেছে তাইওয়ান সরকার। তার সঙ্গে সেদেশে বেড়াতে গেলে পর্যটকেরা পাবেন মোটা অঙ্কের টাকাও। কিন্তু কেনই বা এই অভাবনীয় ভাবনা নিল তাইওয়ান সরকার? কোভিডের প্রভাব পড়েছে সারা বিশ্বেই। সাথে কোভিডে অনেকটাই ক্ষতির মুখে পড়েছে তাইওয়ানের পর্যটন শিল্পে। ফলে করোনার অতিমারি পরিস্থিতি থেকে স্বাভাবিক পথে ফিরিয়ে আনার জন্য এমন অভাবনীয় উদ্যোগ নিয়েছে তাইওয়ান সরকার।

সূত্রের খবর, মোট ৫ লক্ষ পর্যটকে ৫ হাজার তাইওয়ান ডলার দেবে তাইওয়ান সরকার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ১৪ হাজার টাকা। পাশাপাশি টুরিস্ট গ্রুপগুলিকেও মোটা অঙ্কের টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। কোনও ব্যক্তি বা কোনও নির্দিষ্ট পর্যটন গ্রুপকে অনলাইনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট টাকা দেওয়া হবে।

উল্লেখ্য, গত ২০২২ সালে তাইঅয়ানে পর্যটকের সংখ্যা ছিল প্রায় ৯০০,০০০ কম। যার ফলে অর্থনৈতিক ভাবে ভেঙ্গে পড়েছে তাইওয়ান পর্যটক শিল্প। কার্যত চলতি বছরে পর্যটনগুলোকে আগের জায়াগায় নিয়ে যেতে উদ্যোগ নিয়েছে তাইওয়ান সরকার।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর