ইভিএম নিউজ ব্যুরো, ২৪ এপ্রিলঃ তাপমাত্রার পারদ এক ধাক্কায় নামল বেশ খানিকটা। সৌজন্যে স্বস্তির বৃষ্টি। তা সে অল্প খানিকক্ষণের জন্য হলেও। গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল কলকাতায় বৃষ্টি হবে। রবিবার থেকেই সূয্যিমামা অবশ্য মাঝে মধ্যে একটু ব্রেক নিচ্ছিলেন। ফলে তাপমাত্রা সহনশীল ছিল। সোমবার মোটের উপর তার খুব কিছু পরিবর্তন হয়নি। কখনো মেঘলা আকাশ, কখনো রোদ আর মেঘের লুকোচুরি। অবশেষে এসেই পড়লো সে। বহু প্রতীক্ষিত সেই বৃষ্টি। প্রথমে টাপুর টুপুর, তারপর রিম ঝিম। বেশিক্ষণ নয়। কিন্তু কলকাতা তো তখন চাতক পাখি, তাই বৃষ্টি চাই। তা সে ষোল আনা না হোক তাতে ক্ষতি নেই, পড়ে পাওয়া চোদ্দ আনা তো বটেই। তাই সোমবারের কলকাতা বেরিয়ে পড়ল রাস্তায়। বৃষ্টিতে ভিজলো। কেউ ছাতা দিয়ে শুধু মাথাটুকুই ঢাকছে, যাতে গা হাত পায়ে বৃষ্টি এসে আলতো চুমু দিয়ে যেতে পারে। কারুর আবার টাকমাথাও ঢাকার কোন চেষ্টাই নেই। আসলে স্বস্তি। স্বস্তি গরম থেকে, স্বস্তি বিদঘুটে ঘামাচি থেকে। হোকনা বৃষ্টি অল্পস্বল্প, তাতে ক্ষতি কি? হয়েছে তো, সেটাই যথেষ্ট। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর