ইভিএম নিউজ ব্যুরো, ৩১ জুলাইঃ (Latest News) সোমবার সকালে এল কিছুটা স্বস্তির খবর। হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টচার্যর শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তের সি রিয়্যাকটিভ প্রোটিন রিপোর্ট সন্তোষজনক। রিপোর্টে দেখা যাচ্ছে সংক্রমণ কমেছে অর্ধেকেরও বেশি, খবর হাসপাতাল সূত্রে। আজ বিকেল ৪ টে নাগাত হাসপাতালে দেখা করতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ক্রিয়েটিনিন রিপোর্টও যথেষ্ট ইতিবাচক বলে খবর হাসপাতাল সূত্রে। ফলে এখন তাঁকে স্বাভাবিক মাত্রায় অ্যান্টোবায়োটিক দেওয়া যেতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। যদিও বেলা ১২ টার পর মেডিক্যাল বোর্ড আলোচনায় বসেন বলে জানা গিয়েছে
এর আগে বুদ্ধদেব ভট্টাচার্যর ফুসফুসের সিটি স্ক্যান করা হয় সকালে। রিপোর্ট দেখে চিকিৎসকরা মনে করছেন ফুসফুসের সংক্রমণ বৃদ্ধি নিয়ন্ত্রণ হতে শুরু করেছে। প্রাথমিক রিপোর্ট অনুসারে সংক্রমণ এখন ‘অরগানাইজিং’ পর্যায়ে রয়েছে। রিপোর্ট অনুসারে তাঁর ফুসফুসের সংক্রমণ এখন আর বাড়ছে না। বুকে সংক্রমণের কারণে জল জমার পরিস্থিতিও নেই। তবে, ফুসফুসে ফাইব্রসিস নজরে এসেছে। ফাইব্রসিস সিওপিডি ও পুরনো কোভিডের কারণে হয়ে থাকতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।
আজই তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমার মনে হল উনি আমায় দেখে হাত নাড়লেন। এখন ভালই আছেন। ওনার জ্ঞান আছে ভালই। প্যারামিটারগুলি অনেকটাই ঠিক আছে।” একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা পরিষেবার প্রশংসাও করেন তিনি।

উল্লেখ্য, গত শনিবার তীব্র শ্বাসকষ্ট নিয়ে উডল্যান্ডে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। রাইস টিউবে তরল খাবার দেওয়া হচ্ছিল তাঁকে। তবে চিকিৎসকদের দাবি আগের তুলনায় অনেকটাই ভাল রয়েছেন তিনি। এরপর আজ উপস্থিত হন হাসপাতালে। গতকাল হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ প্রমুখ। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর