ইভিএম নিউজ ব্যুরো, ২৯ জুলাইঃ ( Latest News) গুরুতর অসুস্থ হয়ে পড়লেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তে অক্সিজেনের মাত্রা কমেছে তার শরীরে। আর এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি করার সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য ও কন্যা সুচেতনা ভট্টাচার্য।শনিবার বিকেল ৪ টে নাগাদ অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন বুদ্ধদেব ভট্টাচার্য। করোনা আক্রান্তও হয়েছিলেন তিনি। মাঝে বেশ কয়েকবার স্বাস্থ্যজনিত অবনতির জেরে তাঁকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসার পর প্রত্যেকবারই সুস্থ হয়ে বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরে গিয়েছিলেন তিনি। যদিও বরাবরই হাসপাতালে থেকে চিকিৎসা করাতে তাঁর অনীহা। তাই খানিকটা সুস্থ হলেই তিনি বাড়ি ফিরে গিয়েছেন।
কিন্তু গত চারদিন ধরে তাঁর শরীর খুব একটা ভাল ছিল না। শনিবার বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আরও খারাপ হতে থাকে শরীর। বাড়তে শুরু করে শ্বাসকষ্ট। কমতে থাকে রক্তে অক্সিজেনের পরিমাণ। যা দেখেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রের খবর, তাঁর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে মেডিক্যাল বোর্ড। (EVM News)