বিশ্বের দীর্ঘতম বিলাসবহুল প্রমোদতরী এমভি বিলাসের যাত্রাপথ শুরু হল শুক্রবার থেকে। উত্তরপ্রদেশের বারাণসী থেকে বাংলাদেশ হয়ে এই প্রমোদতরী পৌঁছে যাবে অসমের ডিব্রুগড়ে। জলপথে মোট ৩২০০ কিলোমিটার অতিক্রম করবে এই রিভার প্রমোদতরী। মোট ৫১ দিনের সফর । অর্থাৎ শুক্রবার বারাণসী থেকে সফর শুরু করলে আগামী ১ মার্চ এটি অসমের ডিব্রুগড়ে পৌঁছবে। শুক্রবার এই প্রমোদতরীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গঙ্গা বিলাস প্রমোদতরীর সকল যাত্রীদের অভিনন্দন জানান । বিদেশি যাত্রীদের উদ্দেশে বলেন, তাঁরা যে ধরনের বিলাস বৈভবের কথা ভাবছেন সবই এই প্রমোদতরীতে রয়েছে।এছাড়াও এমন অনেক কিছু তাঁরা পাবেন যা তাঁদের কাছে অপ্রত্যাশিত বলেও মন্তব্য প্রধানমন্ত্রীর। ‘ভারতের পর্যটনকে এক কথায় ব্যখ্যা করা সম্ভব নয়। হৃদয় দিয়ে ভারতকে অনুভব করতে হয়’, বলেন নরেন্দ্র মোদি। রবিদাস ঘাট থেকে মোট ৩২ জন বিদেশি পর্যটককে নিয়ে রওনা দেয় এই বিলাস বহুল প্রমোদতরী। ভারত ও বাংলাদেশের পাঁচটি রাজ্যের ২৭ টি নদী হয়ে মোট ৫০ টি জায়গায় যাত্রা করবে প্রমোদতরীটি।

এই বিশাল প্রমোদতরীতে তিনটি ডেক এবং ১৮ টি স্যুইট রয়েছে। মোট ৪০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। পর্যটকরা এই সফরে বিভিন্ন দর্শনীয় স্থানগুলিও দেখতে পাবেন। এই বিলাসবহুল প্রমোদতরীতে রয়েছে একটি জিম,স্পা সেন্টার, লাইব্রেরি। সুইজারল্যান্ড এবং জার্মানি থেকে ৩২ জন যাত্রীর একটি দল প্রমোদতরীর সদস্যদের সঙ্গে জলপথে পাড়ি দিলেন। এর জন্য গাঁটের কড়ি খরচের অঙ্কটা শুনে ভিরমি যাওয়ার উপক্রম। একদিনের ভাড়া ৫০ হাজার টাকা। অর্থাৎ, যদি কোনও ব্যক্তি ৫১ দিনের জন্য ভ্রমণ করেন তবে তাঁকে খরচ করতে হবে ২৫ লক্ষ টাকা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর