রাজীব ঘোষ, ৬ সেপ্টেম্বর: বিনিয়োগ করছেন? জানেন রিস্ক ফ‍্যাক্টর কতটা? মোটা অঙ্কের রিটার্ন পেতে চান?  অথচ লং টার্মের জন্য বিনিয়োগ করতে চান না।

অধিকাংশ মানুষের মধ্যেই এই প্রবণতা দেখা যায়। ইনভেস্টমেন্ট বলতে Real Estate, ইকুইটি, বন্ড, Fund, Gold যেখানেই লগ্নী করুন না কেন, সঠিক রিটার্ন পেতে হলে সেখানে লম্বা দৌড়ের জন্য তৈরি থাকতে হবে। আর যে কোনও বিনিয়োগের ক্ষেত্রেই ঝুঁকির বিষয় সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকা দরকার। কারণ ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট এর ক্ষেত্রে মার্কেট রিস্ক (Market Risk) একটা থাকবেই। যদি সেটি না বুঝতে পারেন, তাহলে লগ্নি করা উচিত নয়।

জেনেনিন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সঠিক কৌশল

যেকোনও ধরনের লগ্নির ক্ষেত্রেই কিছু না কিছু রিস্ক রয়েছে।
মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যদি Equity মার্কেটে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে ১০ বছরের ইনভেস্টমেন্ট হোরাইজান ধার্য করেছেন। যদি স্টক মার্কেটে বিনিয়োগ করেন, হয় নিজে সরাসরি করেছেন, তা না হলে শেয়ার নির্বাচন করে ব্রোকারের মাধ্যমে Transaction করেন। এই যুগের বিনিয়োগের মার্কেটে অনেকেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। ইনভেস্টমেন্টের বিষয়ে যদি নিজে সমস্ত কিছু ঠিক করতে না পারেন, তাহলে অবশ্যই বাজার বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নেওয়া প্রয়োজন।

শেয়ার মার্কেটে মাঝেমধ্যেই শোনা যায়, মাল্টি ব্যাগার (Multibagger Stock) স্টকের কথা। বহু শেয়ারের ক্ষেত্রে শোনা গিয়েছে এমন মাল্টিব্যাগার স্টক অল্প সময়ের মধ্যে কোনও ভাগ্যবান ইনভেস্টর পেয়ে গিয়েছেন। তবে এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, যারা মাল্টিব‍্যাগার স্টক থেকে অল্প সময়ের মধ্যে বিনিয়োগ করা টাকা দ্বিগুণ বা তিনগুণ করেছেন, তারা ওই স্টক সম্বন্ধে যথেষ্ট খোঁজখবর নিয়েছেন। তবে ওই ধরনের স্টকে বিনিয়োগ করার আগে ঝুঁকির মাত্রা যে যথেষ্ট বেশি ছিল সেটি অস্বীকার করা যাবে না। আর যথেষ্ট রিস্ক নিয়েছিলেন বলেই অল্প সময়ের মধ্যে এক ঝটকায় বহু টাকা রিটার্ন পেয়ে গিয়েছেন। তবে আবার স্টক মার্কেটে সব সময় যে এরকমটা ঘটবে তা কিন্তু নয়। শেয়ার, মিউচুয়াল ফান্ড, ইকুইটি যেখানে বিনিয়োগ করুন না কেন, ঝুঁকির বিষয়টি থেকে যায়। টাকা-পয়সার ব্যাপারে নিজের সামর্থ্য অনুযায়ী এগোতে হবে। যদি সঠিকভাবে নিজে কোনও কিছু ঠিক করতে না পারেন বা সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে অবশ্যই বাজার বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করুন। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর