এবার মাধ্যমিকে রাজ্যে প্রথম দশে ঝাড়গ্রামের বিনায়ক সেনাপতি, তার প্রাপ্ত নম্বর “৬৮৩”, গর্বিত ঝাড়গ্রামবাসী। মাধ্যমিক পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় ফল প্রকাশ করলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এবারের মোট পরীক্ষার্থী ৬,৮২,৩২১ জন। এদের মধ্যে মোট ছাত্রের সংখ্যা ৩০৬২৫৩ জন। আর মোট ছাত্রীর সংখ্যা ৩,৭৬,০৬৮ জন। ১৬ টি জেলা থেকে প্রথম দশে রয়েছেন ১১৮ জন। আর এর মধ্যেই মেধা তালিকায় রাজ্যের দশম স্থান অধিকার করেছেন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের রোহিনী চৌধুরিনী রুক্মিণী দেবী হাইস্কুলের ছাত্র বিনায়ক সেনাপতি। তার প্রাপ্ত নম্বর “৬৮৩”। ঝাড়গ্রামের সাঁকরাইলের রোহিণী এলাকার বাসিন্দা বিনায়ক। বিনায়কের বাবা তাপস কুমার সেনাপতি পেশায় শিক্ষক। স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে কৃতজ্ঞ দিচ্ছে বিনায়ক। সারাদিনে ৬ থেকে ৭ ঘন্টা পড়াশোনা করত বিনায়ক। পড়াশোনার পাশাপাশি বাগান তৈরি করতে এবং গল্পের বই পড়তে ভালোবাসত সে। ভবিষ্যতে ডাক্তার হতে চায় বিনায়ক। বিনায়ক জানায়, সে এর থেকেও ভালো ফলের আসা করেছিলো। তবে বিনায়ক তার ভবিষ্যতে ডাক্তার হয়ে তার এলাকার মানুষদের পাশে দাঁড়াতে চায়। বিনায়কের এই সাফল্য গর্বিত করেছে তার তার মা-বাবা থেকে শুরু করে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও এলাকার মানুষদের।(EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর