ইভিএম নিউজ ব্যুরো, ১৯ মেঃ নদী ভাঙ্গনে ভিটেমাটি হারানোর আশঙ্কায় ঘুম নেই বিনপুর এক নম্বর ব্লকের কংসাবতী নদীতীরবর্তী বৈতা, নামো বৈতা, কুমোরপুর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের। বিনপুর এক ব্লকের বৈতা অঞ্চলের ওই গ্রামগুলোর বাসিন্দারা নদী ভাঙ্গনের আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন। কংসাবতী নদী ক্রমশ এগিয়ে আসছে গ্রামের দিকে, যে কোন সময় ঘর-বাড়ি নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামবাসীরা। দিনের পর দিন ধরে ক্রমশ ভিটেমাটি, চাষযোগ্য জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে।

প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে নদী ভাঙ্গন রোধ করার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি এখনও পর্যন্ত, এ রকমই অভিযোগ গ্রামবাসীদের। বর্ষা এলেই নদী ফুলে ফেঁপে ওঠে।পাড় ক্রমশ ভাঙ্গতে শুরু করে। আতঙ্কে দিন কাটান এই সব গ্রামের বাসিন্দারা। প্রতিবাদে অবরোধ করেছেন, কিন্তু মেলেছে কেবল আশ্বাস। নির্বাচন এলেই রাজনৈতিক দলের নেতারা ওই এলাকায় যান, নদী ভাঙ্গন রোধে কাজ হবে বলে প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোট চলে গেলে আর কোন দলের নেতাদের দেখা পাওয়া যায় না। যার ফলে চরম সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা।৩২০০০ চাকরি বাতিল

সামনে পঞ্চায়েত নির্বাচন। আর আশ্বাস নয়, আগে উন্নয়ন তারপর ভোট, নদী পাড় বাঁধানোর কাজ না হলে ভোট বয়কট – এইভাবেই এবার সরব হলেন কুমোরপুর গ্রামের বাসিন্দারা। যদি প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবেন বলেও জানিয়েছেন গ্রামবাসীরা।এ ব্যাপারে শাসক দলকে কটাক্ষ করেছেন বিজেপি জেলা সভাপতি তুফান মাহাতো। বিনপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি পরিতোষ মন্ডলের আশ্বাস : নদী বাঁধানোর কাজ অনেকটা এগিয়েছে। অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু হবে।(EVM News) ফুলবাড়িতে পানীয় জলের সমস্যা নিয়ে পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর