ইভিএম নিউজ ব্যুরো, ১৬ জুলাইঃ(Latest News) গত কয়েকদিন ধরেই চলছিল রাজনৈতিক চর্চা। শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় বিজেপির সাংসদ প্রতিযোগী হলেন কোচবিহারের অনন্ত মহারাজ ওরফে নগেন্দ্র রায়। গ্রেটার নেতাকে রাজ্যসভার প্রার্থী করায় বিজেপির অন্ধরেও নানা প্রশ্ন উঠতে শুরু করে। ছাড় দেয়নি বিরোধীরাও। এই বিতর্কের মধ্যেই রাজ্যসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো বিজেপির অনন্ত মহারাজ ছাড়াও তৃণমূলের ছ’জন।

আগামী ২৪ শে জুলাই রাজ্যসভার ভোট হওয়ার কথা থাকলেও তার আগেই বাংলা থেকে জয়ী হয় সাতজন। এই সাতজনের মধ্যে বিজেপির প্রার্থী কোচবিহারের গ্রেটার নেতা অনন্ত মহারাজ ওরফে নগেন্দ্র রায়।

১৩ই জুলাই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বিজেপির হয়ে দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিল। একজন অনন্ত মহারাজ অন্য রথীন বসু। ভোটাভুটি সম্ভাবনা তৈরি হলেও ১৭ই জুলাই এর আগেই শনিবার মনোনয়ন পত্র প্রত্যাহার করে রথীন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল কোচবিহারের গ্রেটার নেতা বিজেপি প্রার্থী অনন্ত মহারাজ। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর