ইভিএম নিউজ ব্যুরো, ২৭ মার্চঃ নব্বইয়ের দশকে ছেলেমেয়েদের কাছে হ্যারি পটার নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন পড়ে না। ছেলেবেলার স্মৃতি আজও যেন ভেসে উঠে সকলের মনে। সবার প্রিয় হ্যারির চরিত্রে অভিনয় করা ড্যানিয়েল র্যাডক্লিফের পরিচয় আর আলাদা করে দেওয়ার কিছুই নেই। এবার হ্যারির ঘরে আসতে চলেছে নতুন সদস্য। বড়পর্দায় ভক্তদের মন জয় করলেও ব্যক্তিগত জীবনকে কখনোই সামনে আনেননি হ্যারি। তবে এবার প্রকাশ্যে এল সুখবর। তাই এবার ড্যানিয়েল ওরফে হ্যারি পটার ও তাঁর দীর্ঘদিনের বান্ধবী এরিন ডার্কের ঘরে আসতে চলেছে নতুন সদস্য। মিডিয়ার মাধ্যমে এই খবর বাইরে আসতেই শুভেচ্ছা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।
জানা যায়, ড্যানিয়েল এবং এরিন ২০১৩ সালে কিল ইয়োর ডার্লিংস সিনেমার সেটে প্রথম পরিচিত হন। এবং তারপর থেকেই তাঁরা ডেটিং শুরু করেছিলেন। গত এক দশক ধরে তাঁরা একসঙ্গে রয়েছেন বলে জানা যায়। এছাড়াও ২০১৬ সালের ফিল্ম ডোন্ট থিঙ্ক টোয়াইস এবং মিরাকল ওয়ার্কার্স সিজন থ্রি-তেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল ড্যানিয়েল-এরিনকে। এরিনের সঙ্গে ভবিষ্যতে চিত্রনাট্য লেখারও ইচ্ছে রয়েছে তাঁর।
দীর্ঘদিনের সম্পর্কে এবার নতুন অধ্যায়। তবে চারিদিকে খবর রটলেও নিজে কিছুই বলেননি আমাদের সকলের প্রিয় হ্যারি পটার। তবে তাঁদের এই সুখবরে উচ্ছ্বসিত তাঁর সকল ভক্ত। আর সেই সুখবর কখন আসে তারই অপেক্ষায় রয়েছেন সকলেই।