ইভিএম নিউজ ব্যুরো, ১১ জুনঃ(Latest News) ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ রাজ্য নির্বাচন কমিশনার ঘোষণা করতেই পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকে শনিবার সকাল দশটা থেকে শুরু হলো মনোনয়ন পত্র তোলার কাজ। পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্লক অফিসে শনিবার থেকে এই কাজ শুরু হয়। বাঘমুন্ডি ব্লকের বেশ কয়েকটি অঞ্চল থেকে বিজেপির বেশ কয়েকজন মনোনয়ন পত্র তোলেন।
এদিন মনোনয়ন পত্র তুলতে এসে শনিবার দুপুর বেলায় বাঘমুন্ডির ২৪০ বিধানসভার মণ্ডল ৩-এর সম্পাদক বিজয়মোহন সিংহ বলেন, মনোনয়ন পত্র তুলতে কোনো সমস্যার মুখে পড়তে হয়নি। খুব শান্তি শৃঙ্খলাপূর্ণ ভাবেই কাজ হয়েছে। নির্দেশ অনুসারে গত শুক্রবার মনোনয়ন পত্রের ফর্ম দেওয়ার কথা ছিল, কিন্তু বহু চেষ্টা করেও আমরা ফর্ম তুলতে পারিনি বলে তার অভিযোগ। (EVM News)