ইভিএম নিউজ ব্যুরো, ১ অগাস্টঃ (Latest News) লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বাংলার সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বাংলার সাংসদদের উদ্দেশ্যে মোদীর বার্তা….
১) লোকসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়ুন।
২) জাতীয় বিষয় নয়, স্থানীয় বিষয়কে প্রাধান্য দিন।
৩) রাজ্যে কেন্দ্রে সরকার কি কি কাজ করেছে তা ভোটারদের কাছে তুলে ধরুন। তার জন্য এখন থেকেই পরিসংখ্যান তৈরি করুন।
৪) মোদি সরকার কি কি প্রকল্প এনেছে,তার নাম এবং তা কতটা সাফল্য পেয়েছে তা মানুষের কাছে তুলে ধরুন।
৫) রাজ্যে আবাস যোজনা, বিমানবন্দর নির্মাণ, বন্দে ভারত ট্রেন, মেট্রোরেল প্রকল্প ইত্যাদির সুফল মানুষের কাছে তুলে ধরুন।
৬) সার্বিকভাবে বুথগুলিকে শক্তিশালী করুন, দলের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় তৈরিতে জোর দিন।
৭) রামজন্মভূমি বা ৩৭০ ধারার বিলোপের মতো বিষয়কে প্রচারে গুরুত্ব না দিয়ে স্থানীয় বিষয়গুলি মানুষের কাছে তুলে ধরুন।
৮) রাজ্যে তৃণমূল সরকারের ব্যর্থতা কোথায় কোথায়, সেগুলি প্রচারে তুলে ধরুন।
৯) লোকসভা এলাকার প্রবীণ ভোটারদের খুঁজে বার করে তাদেরকে সংবর্ধনা দিন।
১০) প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে শিক্ষক থেকে শুরু করে লেখক এবং সমাজের বিভিন্ন সফল গুণী ব্যক্তিদের সঙ্গে দেখা করুন। তাদের থেকে মতামত নিন। (EVM News)