ইভিএম নিউজ ব্যুরো, ১৮ ফেব্রুয়ারিঃ ভারত-বাংলাদেশ বাণিজ্যিক সম্ভাবনা পরিদর্শনের জন্য পাঁচ দিনের বাংলাদেশ সফরে গিয়েছেন দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কুড়ি জনের একটি প্রতিনিধি দল। বেঙ্গল চেম্বারসের বর্তমান প্রেসিডেন্ট সুবীর চক্রবর্তী এবং নির্বাহী পরিচালক(এইচআর অ্যান্ড এডমিন) গৌতম রায়ের নেতৃত্বাধীন এই দল সে দেশের কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, শক্তি ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন শিল্প ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্য আদতে সম্ভব কিনা তা খতিয়ে দেখতেই এই সফর গিয়েছেন বলে জানিয়েছে।এমনকি এই বিষয়ে বাংলাদেশের শিল্পপতি এবং সে দেশের সরকারের সঙ্গেও আলোচনায় বসবেন বলে জানিয়েছেন ভারত থেকে যাওয়া এই প্রতিনিধি দলের সদস্যরা। আলোচনা যদি ফলপ্রসূ হয়, তবে ভবিষ্যতে কোন কোন ক্ষেত্রগুলিতে সেখানে লগ্নি করা যেতে পারে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানান বেঙ্গল চেম্বারসের এই প্রতিনিধি দল।