বাংলা নববর্ষে রঙিন শিলিগুড়ি

ইভিএম নিউজ ব্যুরো, ১৫ এপ্রিলঃ বাংলা নববর্ষে রঙিন শিলিগুড়ি। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে ১৪৩০ এর বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত হলো বর্ণাঢ্য অনুষ্ঠান। এদিন সকালে শিলিগুড়ি পৌর নিগমের পক্ষ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। শিলিগুড়ির মেয়র গৌতম দেব অংশ নেন সেই শোভাযাত্রায়। পুরসভার কাউন্সিলাররা, বিভিন্ন দফতরের আধিকারিকরাও ছিলেন। আর তাদের পাশাপাশি ছিলেন শহরের বিশিষ্ট ব্যক্তিরা, শিল্পীরা এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা।

আদিবাসী শিল্পীরাও অংশ নিয়েছিলেন বর্ষবরণের এই উৎসবে। গান ও নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে তারা তাদের সংস্কৃতি তুলে ধরেন।

শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আর এই উপলক্ষে শুক্রবার সারা রাত ধরে সাজিয়ে তোলা হয়েছিল বাঘাযতীন পার্ক। প্রায় আড়াইশো শিল্পী সারারাত ধরে তুলির টানে ফুটিয়ে তুলেছিলেন অসাধারণ শিল্পকর্ম। সংগীত পরিবেশনা করলেন অর্চক নামক সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীরা। মেয়র গৌতম দেব কেও দেখা গেল সেই গানের সঙ্গে গলা মেলাতে।

আর শোভাযাত্রায় আগাগোড়া নজর কেড়ে নিল সাদা ঘোড়ায় টানা সুসজ্জিত একটি রথ। যে রথে সওয়ার ছিল তিনটি শিশু। আর তার ঠিক পেছনেই ছিলেন ঢাকিরা। ঢাকের বাজনার তালে তালে পা ফেলে এগোলো শোভাযাত্রা। আরও একটি নজরকাড়া বিষয় দেখা গেল – বিশেষভাবে সক্ষম শিশুদেরও নিয়ে আসা হয়েছিল এই অনুষ্ঠানে। হুইল চেয়ারে বসেই তারাও যোগ দিল এই শোভাযাত্রায়। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর