ইভিএম নিউজ ব্যুরো, ১৪ মার্চঃ আমদাবাদ টেস্ট অমীমাংসিত ভাবে শেষ হওয়ায় অজিদের বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিতলো রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাও পাকাপাকি হয়ে গেল ভারতীয় দলের জন্য।
চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে অসিদের মোট রান সংগ্রহ ৪৮০। জবাবে ব্যাট করতে নেমে ভারতকে রানের পাহাড় গড়তে সাহায্য করে বিরাট কোহলির করা ১৮৬ রানের অনবদ্য ইনিংস।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পঞ্চম দিনের শেষে অসিদের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১৭৫ রান।ম্যাচের সেরা নির্বাচিত হন বিরাট কোহলি।গোটা সিরিজে নজরকাড়া বোলিং পারফর্মেন্সের জন্য যুগ্ম ভাবে সিরিজ সেরার পুরষ্কার পেয়েছেন আর অশ্বিন(২৫) ও রবীন্দ্র জাদেজা(২২)।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথটা আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও খুব একটা মসৃণ ছিলনা ভারতীয় দলের জন্য।আর অজিদের বিরুদ্ধে তো একেবারেই সহজ নয়। তবে ভারতীয় স্পিনারদের জন্যই যে এই সফলতা সম্ভব হয়েছে সোমবার সিরিজ জয়ের পর সেকথা কার্যত স্বীকার করে নিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। অজি স্পিনারদের প্রশংসা করার পাশাপাশি রাহুলের মত, গত এক দশকের সেরা স্পিন অ্যাটাক এই মুহূর্তে ভারতীয় দলে রয়েছে।