ইভিএম নিউজ ব্যুরোঃ এবছর ৩২তম প্যারিস অলিম্পিক্সে প্রায় ৪০টির মতো দেশ আংশগ্রহন না করার মতো সিদ্ধান্ত নিতে পারে। রাশিয়া ও বেলারুশ ক্রীড়াবিদরা প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কানাডাসহ ৪০টির মতো দেশ অলিম্পিক বয়কট করতে পারে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের ক্রীড়া ও পর্যটনমন্ত্রী কামিল বোরনিউক। রুশহানায় বিধ্বস্ত ইউক্রেনের তরফে থেকেও জানান হয়েছে যে রাশিয়া থাকলেও তারাও বয়কটের পথে হাঁটবে। বৃহস্পতিবার প্রকাশিত একটি বিবৃতিতে আইওসি ইউক্রেন ও অন্যান্য দেশগুলোকে বয়কটের হুমকি প্রভাব সম্পর্কে সতর্ক করেছে। আইওসি মন্তব্য ,যে বয়কট হলে ক্ষতি খেলোয়াড়দেরই হবে ,এবং বয়কট হল অলিম্পিক চার্টারের লঙ্ঘন। এই অলিম্পিক চার্টারের শর্ত অনুযায়ী, ২০৬ টি জাতীয় আলিম্পিক কমিটিকে, তাদের প্রতিটি খেলোয়াড়কে অলিম্পিক গেমসে অংশগ্রহন করতে বাধ্য করতে পারেন আইওসি। ২০২৪ অলিম্পিকে রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দিতে চায়। গত সপ্তাহে আইওসি ঘোষণা করে, রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদদের নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে প্যারিস অলিম্পিকে অংশ রাস্তা বার করার চেষ্টা করছে আইওসি। উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমনের পর থেকে বিশ্বের বেশিরভাগ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগীতা থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে।
