পুনের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে 16 রানে হারার পর খানিকটা হতাশ টিম ইন্ডিয়ার অধিনায়ক হার্দিক পান্ডিয়া। পুনেতে পরপর দু’ ম‍্যাচে জিতে সিরিজ পকেটে পোরার বদলে হার। আপাতত টি টোয়েন্টি সিরিজ 1-1। সূর্যকুমার যাদবের 36 বলে তিনটি করে ছয় চারের সাহায‍্যে 51এবং অক্ষর প‍্যাটেলের 26 বলে 65 রানের সংগ্রামী ইনিংস বিফলেই যায়। আর হতাশা লুকিয়ে রাখতে না পেরেই ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ম‍্যাচ শেষে বলেন,”বোলিং-ব্যাটিং-পাওয়ারপ্লে প্রাথমিক পর্বে আমরা কাজে লাগাতে পারিনি। যে ত্রুটিগুলো আমরা করেছি সেই ভুলগুলো আমাদের এই স্তরে করা উচিত নয়। একেকটা দিন এভাবেই খারাপ যায়।” প্রথমে ব‍্যাট করে দাসুন সানাকার শ্রীলঙ্কা 20 ওভারে 6 উইকেটে 206 রান করে। জবাবে দ্বীপরাষ্ট্রের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে মেন ইন ব্লু-কে 8 উইকেটে 120 রানে থামতে হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর