মাধব দেবনাথ,নদীয়াঃ কথায় বলে, ময়ূরের পালক দিয়ে কাকের পরিচয় বেশিক্ষণ গোপন রাখা যায় না। তা এমনই এক পরিচয় গোপনের চেষ্টা ধরা পড়ে গেল, স্থানীয় বাসিন্দাদের কাছে। ঘটনায় উত্তাল হল, নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েত এলাকা। বাসিন্দাদের সমবেত প্রতিবাদের মুখে বন্ধ হয়ে গেল, স্কুলঘর নির্মাণের কাজ। ঘটনায় অভিযোগের আঙুল উঠল, সরকারি ওই কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারের দিকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে, এখানকার হরিপুর প্রাথমিক বালিকা বিদ্যালয়ের একটি ঘরের ঢালাইয়ের কাজ চলছিল। বিষয়টি নজরে পড়তেই বুধবার স্কুলচত্বরে হাজির হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন, এলাকার বাসিন্দা আর ছাত্রীদের অভিভাবকদের একটা বড় অংশ। এবং তাৎপর্যপূর্ণভাবে সাধারণ মানুষের এই বিক্ষোভের সমর্থনে, ওই প্রতিবাদে সামিল হলেন, স্কুলের শিক্ষকশিক্ষিকারাও। যদিও ঘটনার দায় পুরোপুরি বিডিওর ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, স্কুলটির নির্মাণকাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার।
এই চাপানউতোরের মাঝেই উঠেছে বহু আলোচিত সেই প্রশ্ন। তবে কি প্রশাসন আর শাসকদলের স্থানীয় মাতব্বরদের যোগসাজশে আগেই এই সরকারি কাজের বরাদ্দ অর্থে ভাগ বসিয়েছে অন্য কোনও চক্র?

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর