অরূপ পাল,৪ মার্চঃ কলকাতার মাটিতে পা রেখেই এটিকে-মোহনবাগানের আইএসএল ট্রফি জয়ের স্বপ্নে দাঁড়ি টানার হুঙ্কার দিলেন ওড়িশা এফসির কোচ জোসেফ গামবাউ। ম্যাচ শুরুর ঠিক চব্বিশ ঘণ্টা আগে যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউণ্ডে অনুশীলন করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হল ওগবেচে অ্যান্ড কোম্পানিকে। মাঠটি বর্তমানে ইস্টবেঙ্গল ক্লাবের অধীনে থাকায় সেখানে ওড়িশা এফসিকে প্র্যাকটিসের অনুমতি দেননি লালহলুদ কর্তারা।শেষ পর্যন্ত বাধ্য হয়ে ওড়িশা কোচ জোসেফ গামবাউ তার দলকে নিয়ে চলে যান রাজারহাটে।সেখানেই এআইএফএফ-এর (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন)একটি মাঠে অনুশীলন করে তারা।
আর এর পরই প্রতিপক্ষ এটিকে-মোহনবাগান কে আইএসএলের প্লে-অফের ম্যাচে হারাবার হুমকি দেন ওড়িশা এফসি কোচ। প্রথমে কেরালা এফসি ও পরে ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় এটিকে-মোহনবাগানের আত্মবিশ্বাস অনেকটাই বৃদ্ধি করেছে। আজ শনিবার সন্ধাতেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশার বিরুদ্ধে চলতি মরশুমের তিন নম্বর ম্যাচ খেলতে নামছে মেরিনার্সরা।
গ্রুপ পর্বের আগের দুটো ম্যাচের ফলাফলের অভিজ্ঞতার ভিত্তিতে প্লে-অফে আগে ভাগে নীল নকশা সাজাতে নারাজ বাগান কোচ ফেরান্দো। পারিবারিক কারণে দেশে ফেরায় শনিবারের ম্যাচে হামিলকে পাবে না সবুজ-মেরুন শিবির। এমতাবস্থায় ডার্বিতে খেলানো প্রথম একাদশকে অপরিবর্তিত রাখারই তাই জোরালো দাবী উঠেছে বাগান সমর্থকদের মধ্যে।
গ্লেন মার্টিনের চোট থাকায় সেক্ষেত্রে তার পরিবর্ত হিসেবে মাঠে নামতে পারে পুইটিয়া। এইদিকে কার্ল ম্যাকহিউ চোট সারিয়ে সুস্থ হওয়ায় জুয়ানের হাতে বিকল্প বেড়েছে। শুক্রবার বিকেলে জাতীয় দলের তারকা ফুটবলার আশিক কুরুনিয়ানকে পাশে নিয়ে সবুজ মেরুন হেডস্যার বলছেন, ম্যাচ জেতার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুয়ান বলেন, “দেখুন আমাদের ভাবনায় জয় ছাড়া অন্য কিছু নেই। জিততে পারলেই সেমিফাইনালে যাওয়ার রাস্তা খুলবে। অতিরিক্ত সময়ে বা টাইব্রেকারে ম্যাচ গড়ালে কি করতে হবে তার প্রস্তুতি রয়েছে। আমাদের লক্ষ্য নব্বই মিনিটে জয় তুলে নেওয়া। তারপর মাঠে যা হয় তা দেখা যাবে”।
এদিন প্রতিপক্ষ ওড়িশা এফসি সম্পর্কে যথেষ্ট সমীহের সুরেই কোচ বললেন, “দল হিসেবে ওড়িশা এফসি শক্তিশালী। ওদের দলের গভীরতাও যথেষ্ট, তাই আমাদের সতর্ক থাকতে হবে। তবে আমরা আমাদের নিয়েই বেশি চিন্তা করছি। সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারলে জয় পাওয়া কঠিন হবে না”। আর কোচের সুরেই সুর মিলিয়ে আশিকের বক্তব্য, “সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমাদের জয় পাওয়া কঠিন হবে না”।