সৌদি রাজপুত্র তালাল বিন আব্দুল্লাহ আজিজ এর প্লেন দুর্ঘটনায় মৃত্যু হল । সৌদি রয়েল কোট এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন । ডিসেম্বরের ৭ তারিখে সৌদি এয়ার ফোর্স এর ফাইটার প্লেন F-15SA তে করে রুটিন ট্রেনিং এর সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে । এই ঘটনায় আরো একজন ক্রিউ মেম্বারের মৃত্যু ঘটেছে । সৌদি আরবের ডিফেন্স মিনিস্ট্রি থেকে এই ঘটনার খবর জানানো হয়েছে ।
গতকাল ৮ই ডিসেম্বর রিয়াজের তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে আসরের নামাজের পর যুবরাজ তালাল বিন আব্দুল আজিজের জানাজা অনুষ্ঠিত হয়েছে ।