ইভিএম নিউজ ব্যুরো, ৯ মার্চঃ প্রয়াত হলেন বিখ্যাত অভিনেতা তথা পরিচালক সতীশ কৌশিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। বৃহস্পতিবার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা সতীশ কৌশিক। জানা গিয়েছে, গুরুগ্রামে যাওয়ার পথেই গাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তাঁর। অভিনেতার এইরকম হঠাৎ চলে যাওয়াতে শোকের ছায়া নেমেছে গোটা বলি দুনিয়ায়।

উল্লেখ্য, ১৯৫৬ সালে হরিয়ানায় জন্মগ্রহণ করেন অভিনেতা সতীশ কৌশিক। বলিউডে অভিনয়ে নামার আগে থিয়েটার জগতে অভিনয় করতেন অভিনেতা সতীশ কৌশিক। অভিনয়ের পাশাপাশি স্ক্রিনরাইটার ও প্রযোজক হিসাবেও কাজ করতেন তিনি। ‘মিস্টার ইন্ডিয়া’, ‘দিওয়ানা মাস্তানা’, ‘রাম লাখান’, ‘সাজন চলে শশুরাল’ ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে গোটা দর্শকমহলকে। বন্ধুর হঠাৎই এইরকম মৃত্যুতে শোকস্তব্ধ অনুপম খের। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, “মৃত্যুই এই দুনিয়ায় সবচেয়ে বড় সত্য। কিন্তু, আমি স্বপ্নেও ভাবতে পারচ্ছিনা আমার প্রিয় বন্ধু সতীশ কৌশিকের জন্য এ কথা আমায় লিখতে হবে। আমাদের ৪৫ বছরের বন্ধুত্বে আচমকাই ফুল স্টপ পড়ে গেল। যেখানেই থেকো ভালো থেকো। তমার আত্মার শুভ কামনা করি। ”

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর