উত্তরকাশীর পর এবার কাঁপল হিমাচলের ধর্মশালা।ডুবছে জোশীমঠ, তার মধ্যেই ফের কাঁপল ধর্মশালা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২। শুক্রবার রাত ২ টো নাগাদ কেঁপে উঠেছিল উত্তরকাশীর গোটা এলাকা। এর প্রভাব পড়েছে জোশীমঠেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি সূত্রে খবর ,জোশীমঠ থেকে ২৫০ কিলোমিটার দূরত্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এদিকে আতঙ্ক বাড়ছে প্রতিদিন। জোশীমঠ সহ ভূগর্ভে চলে যেতে পারে একাধিক এলাকা। বার বার ভূমিকম্পের জেরেই জোশীমঠে বাড়ছে উদ্বেগ। ৭০০টিরও বেশি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। ইতিমধ্যেই খাদের ধরে ঝুলছে ‘মালারই ইন ‘ও ‘মাউন্ট ভিউ’ এই দুটি বিলাসবহুল হোটেল। ২০ টিরও বেশি সেনা ছাউনিতে ফাটল ধরা পড়ে সেনাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে , বর্তমানে যা পরিস্থিতি জোশীমঠে জনজীবনকে বাঁচানো খুবই দুস্কর হয়ে উঠবে। অন্যদিকে রাস্তাঘাট ,বাড়িঘর ,দোকানপাট সবকিছুই বসে গিয়েছে। উপগ্রহ চিত্র অনুযায়ী গত ১২ দিনে মাটি বসে যাওয়ার ঘটনা বেড়েই চলেছে। মাটি বসলো ৫.৪ সেন্টিমিটার। গবেষকদের মতে খুব তাড়াতড়ি এর পরিমান দাঁড়াবে সাড়ে ৮ থেকে ১০ সেন্টিমিটার পর্যন্ত। অধিকাংশ বাড়ির ফাটল আরো চওড়া হবে। বেশ কয়েকদিন আগে স্থানীয় তপোবন হড়পা বানের সম্মুখীন হয়েছিল। আর এই হড়পা বানের জের ১৫ কিলোমিটার দূরত্ব থেকে জোশীমঠে বিপজ্জনক প্রভাব ফেলেছিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর