ইভিএম নিউজ ব্যুরোঃ ২০০২-এর পর ২০২৩। ‘ফেরারি ফৌজ’-এর পর আবারও এক ছবিতে বিপ্লবীর বেশে দেখা যাবে, বর্ষিয়ান বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। সব ঠিকঠাক থাকলে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘সহজ পাঠের গপ্পো’ ছবির পরিচালক মানসমুকুল পালের আগামী ছবিতে, এক বিপ্লবীর চরিত্রে, ফের বাংলা বায়োস্কোপের পর্দা আসতে চলেছেন মিঠুন চক্রবর্তী। অগ্নিযুগের বিপ্লবী-ত্রয়ী বিনয় বাদল দীনেশের অন্যতম সেই দীনেশ গুপ্তের জীবনকাহিনী নিয়ে নিজের পরবর্তী ছবির কথা আগেই ঘোষণা করেছিলেন, পরিচালক মানসমুকুল পাল। আর সেই ছবিতেই এমন এক চরিত্রে বর্ষীয়ান মিঠুনকে অভিনেতা হিসেবে নির্বাচন করে, রীতিমতো মাস্টারস্ট্রোক দিয়েছেন পরিচালক। এমনটাই মনে করছে বাংলা সিনেমার বিশেষজ্ঞমহল। আর কোনরকম ঝুঁকি না নিয়ে, ছবির শুটিং শুরুর আগে প্রি প্রোডাকশনের কাজ নিখুঁতভাবে সেরে ফেলতে চেয়েছেন পরিচালক মানসমুকুল। বিশেষত ছবির চিত্রনাট্য নিয়ে, পরিচালক রীতিমতো দীর্ঘ পরিশ্রম করেছেন বলে জানা গেছে। আর সেই কাজ শেষ হওয়ার পর, এবার শুরু হচ্ছে শুটিং। তবে সম্প্রতিক ‘প্রজাপতি’ বিতর্কের পর, মিঠুন চক্রবর্তী অভিনীত এই বিপ্লবী চরিত্র নিয়েও ইতিমধ্যেই বেশ আগ্রহ তৈরি হয়েছে, বাংলা সিনেমার রসিক আর সমালোচকদের মহলে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর