বিতর্ক কাটিয়ে আবার নতুন ছবি, আবার বাংলাতেই। খবর অনুযায়ী সব ঠিকঠাক থাকলে এক বিপ্লবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে।
বহু বছর পর প্রজাপতি ছবির হাত ধরে বাংলা ছবিতে ফিরেছেন মিঠুন চক্রবর্তী। ছবির মুক্তির প্রথমদিন থেকেই শুরু হয় বিতর্ক, চলে রাজনৈতির তরজা। তবে সেই সব বিতর্ক পিছনে ফেলে বক্স অফিসে রেকর্ড ভেঙেছে ‘প্রজাপতি’। দর্শকমন জয় করেছে মিঠুন-দেবের রসায়ন। এবার নতুন বাংলা ছবিতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘সহজ পাঠের গপ্পো’র পরিচালক মানস মুকুলের আগামী ছবিতেই দেখা যাবে তাঁকে। তবে এবার তার চরিত্র একেবারে অন্যরকম হতে চলেছে, এমনটাই দাবি করেছেন অপরিচালক মানস মুকুল পাল। তিনি আগেই জানিয়েছিলেন দীনেশ গুপ্তর বায়োপিক তৈরি করছেন তিনি। সেই ছবিতেই এক বিপ্লবীর চরিত্রে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। চিত্রনাট্যের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। জানা যাচ্ছে, ছবির বাজেটও অন্যান্য বাংলার ছবির তুলনায় বেশি। সব ঠিকঠাক থাকলে, খুব তাড়াতাড়ি শ্যুটিং শুরু করবেন পরিচালক মানস মুকুল পাল।