একদিনেই দুর্ঘটনার কবলে ভারতীয় বিমান বাহিনীর তিনটি বিমান। মধ্যপ্রদেশের মোরেনাতে শনিবার সকালে ভেঙে পড়ে বায়ুসেনার একটি সুখোই ৩০ও একটি মিরাজ ২০০০ ফাইটার জেট।গোয়ালিয়রে সেনার বিমান ঘাঁটি থেকে দুটি বিমান আকাশে উড়ে ছিল। সেনা সূত্রে জানানো হয়েছে ,দুটি বিমানের চালকদের প্রশিক্ষণ চলছিল।ভোর সাড়ে ৫ তা নাগাদ উড়ন্ত দুটি বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বিমানই ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে যায় দুটি বিমানেই। আহত হয়েছেন বিমান চালকরা। মিরাজে একজন চালক ছিলেন আর সুখোইয়ে ছিলেন দুজন। অন্যদিকে রাজস্থানের ভরতপুরে ভেঙে পড়ে বায়ুসেনার আরও একটি বিমান। অনুমান করা হচ্ছে প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই বিমানটি ভেঙে পড়ে । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি তৈরী করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর নির্দেশে । ভারতীয় বিমানবাহিনীর কপ্টার দুর্ঘটনায় জেনারেল বিপিন রাওয়াতের মর্মান্তিক মৃত্যুর স্মৃতি এখনও টাটকা। ২০২১ এর ডিসেম্বরের সেই ঘটনার আগেও বিমান বহরের একাধিক বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। মিগ বিমান, জাগুয়ার বিমান, চেতক হেলিকপ্টার – এরকম বহু বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় ধ্বংস হয়েছে। কিন্তু রাশিয়া থেকে নেওয়া সুখই তিরিশ এবং ফ্রান্স থেকে কেনা মিরাজ ২০০০, এই দু’ ধরনের বিমান বায়ু সেনার গর্ব । সেই সুখোই এবং মিরাজ বিমান ধ্বংস হওয়া অবশ্যই ভারতীয় সেনার কাছে বড় ধাক্কা। প্রশ্ন উঠছে বিমানের রক্ষণাবেক্ষণ ঠিকভাবে হচ্ছে কিনা তাই নিয়ে। এই সমস্ত আধুনিক যুদ্ধবিমান কিনতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয়। তাই তাদের সঠিক রক্ষণাবেক্ষণ জরুরি, এমনই মত সামরিক পর্যবেক্ষকদের |