টুইনিং ড্রেসে মা -মেয়ের যুগলবন্দি ফটোশ্যুট। মা মেয়ে প্রিয়াঙ্কা চোপড়া ও মালতি ম্যারি চোপড়া জোনাস । প্রথমবার ক্যামেরার সামনে ধরা দিল প্রিয়াঙ্কা কন্যা মালতি । লাল রঙের মিডি টুইনিং ড্রেস পরে প্রশংসা কুড়িয়েছেন মা -মেয়ে। ম্যাগাজিনের কভার ফটোর জন্য তাঁদের এই ফটোশ্যুট। মা -মেয়ের ফটোশ্যুট সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ভাইরাল। ২০২২ সালে মা হওয়ার খবর আসার পর থেকেই প্রিয়াঙ্কা -নিক কন্যা ছোট্ট মালতিকে এক ঝলক দেখার অপেক্ষায় ছিলেন ‘দেশি গার্লের’ ভক্তরা। তবে জন্মের এক বছর পর ছোট্ট প্রিয়াঙ্কার মুখ প্রকাশ্যে আনেননি প্রিয়াঙ্কা চোপড়া।সম্প্রতি একটি আন্তর্জাতিক ম্যাগাজিনে ছোট্ট মালতি নজর কেড়েছে সকলের। ফটোশ্যুটে মেয়েকে জড়িয়ে ধরে আদর করতেও দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। সারোগেটেড মাদার হওয়ার ফলে নেটিজেনদের বিভিন্ন কটাক্ষ ‘দেশি গার্লকে’ শুনতে হয়েছে। তবে এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানিয়েছেন ,তিনি তাঁদের ব্যক্তিগত পরিসরে থাকা এমন বিষয় নিয়ে কোন কথা শুনতে রাজি নন। এটা সম্পূর্ণ তাঁর ও নিকের ব্যক্তিগত বিষয়।
