পঞ্চায়েত ভোটের আগে সিমেন্ট চুরি, বালি চুরি, কয়লা চুরির খবর অব্যাহত। এবার কিনা বিরল প্রজাতির জন্তুও রেহাই পেলো না। গত শুক্রবার আলিপুরদুয়ারের খোয়ারডাঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানকে এই বিরল প্রজাতির প্যাঙ্গোলিন পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়। আসন্ন নির্বাচনের আগে হঠাৎ করেই শাসক দলের নেতার গ্রেফতারিতে শোরগোল পড়ে গিয়েছেএলাকায়।
বনদফতরের পক্ষ থেকে জানা যাচ্ছে, গত শুক্রবার প্যাঙ্গোলিন পাচার করার চেষ্টার খবর প্রকাশ্যে আসে। বনদফতর আধিকারিক এবং বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা পরভীন খাসোয়ান বলেন, ‘প্যাঙ্গোলিন বিক্রির ছক কষেছিলেন খোয়ারডাঙ্গা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান। এই খবর পাওয়ার পর ক্রেতা সেজে তার কাছে পৌঁছে যান তাঁরা। এর পিছনে আরও বড় মাপের কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।‘
তৃণমূল উপপ্রধানের এই প্যাঙ্গোলিন পাচারের ব্যবসাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বন্যপ্রাণীদের জন্য ১৯৭২ সালে যে সুরক্ষা আইন প্রণয়ন করা হয়, সেই অনুযায়ী প্যাঙ্গোলিন একটি বিলুপ্তপ্রায় প্রাণী। এই প্রাণীটিকে উদ্ধার করে জেমসকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।