স্বপন পাল নিউজ ব্যুরো, ২ মেঃ কোচবিহারের গান্ধীনগর বাসফোর হরিজনদের পক্ষ থেকে কোচবিহার জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করলেন সেই গ্রামের বাসিন্দারা। অভিযোগ রাজ আমল থেকে তারা ১১ নং ওয়ার্ডের গান্ধীনগরে বসবাস করে আসছেন। আর ততকালীন পৌরপিতা বীরেন কুন্ডুর সময় সেখানে একটি হাউজিং করা হয় এবং বাচ্চাদের খেলার জন্য একটি ফাকা জমি ছেড়ে দেওয়া হয়। সেই জমিতে এবার পৌরসভার পক্ষ থেকে একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরীর কথা ভাবছেন পৌরসভা। আর তাতেই ক্ষিপ্ত হয়ে উঠেছেন সেখানকার স্থানীয়রা।শিলিগুড়ির পঞ্চাই নদী থেকে উদ্ধার রকেট লঞ্চারশিলিগুড়ির পঞ্চাই নদী থেকে উদ্ধার রকেট লঞ্চার

এই প্রসঙ্গে তারা বলেন, সেই জমিতে তারা কোনভাবেই  স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠতে দিবেন না।সেই জমিটি তাদের নানারকম সামাজিক কাজে ব্যবহার করা হয়। এই নিয়ে তারা এর আগেও জেলা শাসক ও পৌরপিতাকে জানিয়েছেন তবে তাতে কোন রকম সুরাহা না মেলায়  মঙ্গলবার  তারা বিক্ষোভ করে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন। তারা আরও জানান, তাদের দাবি মানা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।(EVM News)ছোট্ট ঘরেই জন্ম নিয়েছে আকাশ ছোঁয়ার স্বপ্ন

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর