ব্যুরো নিউজ, ২৭ সেপ্টেম্বর: পৃথিবী থেকে মানুষের চিহ্ন মুছে যাবে? উত্তর দিল 'AI'পৃথিবী থেকে মানুষের আদৌ কি চিহ্ন মুছে যাবে? তাহলে তা কীভাবে? এই বিষয়গুলি নিয়ে মানুষের মনে কৌতুহল অনেক। এছাড়াও বহুদিন ধরেই গবেষণা চলছে। তবে এবার এই প্রশ্নগুলির উত্তর দিল AI কোন রাজনৈতিক অভিসন্ধিতে কানাডার ভারত বিদ্বেষ? কীভাবে পৃথিবী থেকে মানুষের চিহ্ন মুছে যাবে, তা নিয়ে গুগলের এআই টুল ‘বার্ড’ বেশ কয়েকটি দিক তুলে ধরেছে।
প্রথমত, পারমাণবিক বিস্ফোরণের বিকল্পের কথা বলা হয়েছে। যেমন: হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বিস্ফোরণের ফলে এক মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল গোটা শহর। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশগুলি তাদের পারমাণবিক শক্তি বাড়াচ্ছে। ফলে এমন একটি পারমাণবিক যুদ্ধে বিস্ফোরণের ফলে শেষ হয়ে যেতে পারে মানুষের অস্তিত্ব।
দ্বিতীয়ত, কোনও প্রাকৃতিক বিপর্যয়ের ম্যাধ্যমেও নিশ্চিহ্ন হয়ে হেতে পারে মানুষের অস্তিত্ব। পৃথিবীর বুকে কোনও বড় উল্কাপাত শেষ করে দিতে পারে মানব জাতিকে।
তৃতীয়ত, জলবায়ু পরিবর্তন। যেভাবে দূষণের মাত্রা বাড়ছে পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে গাছ কাটা। ফলে জলবায়ু পরিবর্তন স্বাভাবিক হয়ে দাঁড়াচ্ছে। সেই জায়গায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা দুষ্কর। তাই মানব জাতি ধবংসের পেছনে এটিও একটি কারণ।
চতুর্থ কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা। এটা অনেকটা সুপারস্টার রাজনিকান্তের মুভি 'রোবট'-এর মতো। যেখানে মানুষের মতোই চরম বুদ্ধিমান হয়ে উঠতে পারে মানুষের বানানো যন্ত্র। আর বিলুপ্তর পথে চলে যেতে পারে মানব জীবন। ইভিএম নিউজ
