সংকল্প দে, ২২ মেঃ (Latest News) পুলিশের জালে বাইক বাংলাদেশী পাচারকারী। রামনগর হরিজন কলোনী থেকে একটি বাইক চুরি করে পুলিশের জালে ধরা পড়ল মোহাম্মদ জুনু মিয়া ও কালাম মিয়া নামে দুই যুবক। পুলিশ সুত্রে খবর, ধৃতদের বাড়ি বাংলাদেশে। মধুপুর হরিহর দোলা থেকে বাইকসহ দুজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ থেকে একটা গ্যাং বর্ডার এলাকার সেই জায়গাগুলি যেখানে ফেন্সিং নেই, সেখান দিয়ে এই চুরি যাওয়া বাইকগুলি বাংলাদেশে পাচার করে। রাজ্যের কিছু যুবকও এই কাজে জড়িত রয়েছে বলে জানায় পুলিশ। রামনগরের এইচডিপিও দেবপ্রসাদ রায় জানান, তদন্ত চলছে। পুরো গ্যাংটাকে জালে তোলার চেষ্টা চলছে।( EVM News)বাজি ? নাকি বোমা? রাজ্যে এক সপ্তাহে চার চারটে বিস্ফোরণ! মৃত ১৬