রাজীব ঘোষ, ৭ সেপ্টেম্বর: পুজোর মরশুমে লক্ষাধিক কাজের সুযোগ! কোন সংস্থা দিচ্ছে এই সুযোগ?
চাকরি বা কাজের অভাবের পরিস্থিতির মধ্যে পুজোর মরশুমে বিপুল পরিমাণে কর্মসংস্থানের সুযোগ আসতে চলেছে। তবে হ্যাঁ, এই চাকরির সুযোগ একেবারেই অস্থায়ী, মরশুমি কর্মসংস্থান (Temporary and Seasonal Employment) স্বাভাবিকভাবেই দুর্গাপুজো, দীপাবলির সময়ে ই-কমার্স সাইটগুলোর অর্ডারের মাত্রা বিপুল পরিমাণে বাড়তে থাকে। সেই অর্ডার সঠিক সময়ে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সাপ্লাই চেইনের ক্ষমতাকেও আরও বাড়াতে হয়। আর এবার তাই দুর্গাপূজো, দীপাবলীর উৎসবের মরশুমে বিপুল পরিমাণে অর্ডারের মাত্রার সঙ্গে তাল মেলানোর জন্য সাপ্লাই চেনের শক্তি বাড়াতে প্রায় ১ লক্ষেরও বেশি চাকরির সুযোগ তৈরি হতে পারে বলে ই কমার্স সংস্থা ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে।
flipkart এর পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রত্যক্ষ ও পরোক্ষ দুই ধরনেরই চাকরির সুযোগ তৈরি হবে। স্থানীয় কিরণ ডেলিভারি পার্টনার, মহিলা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য চাকরির সুযোগ থাকবে। তবে এর বেশিরভাগটাই অস্থায়ী নিয়োগ।
কোথায় কোথায় মিলতে পারে কাজের সুযোগ? এই বিষয়ে জানা যাচ্ছে, Fulfillment সেন্টার বা যেখানে মাল প্যাকিং করা হয়। সর্টেশন সেন্টার বা মালপত্র যেখানে বাছাই করা হয়, Delivery Hub-সহ অন্যান্য ক্ষেত্রজুড়ে ১ লক্ষ নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে বলেই আশা করছে Flipkart। এই বিষয়ে ফ্লিপকার্টের তরফে সাপ্লাইচেন কাস্টমার এক্সপেরিয়েন্স বিভাগের প্রধান বলেন, The Billion Days-এর টার্গেট হলো, ব্যবসা বাড়ানোর সঙ্গে ভারতের জন্য উদ্ভাবনী ব্যবস্থা তৈরি ও ই-কমার্স সিস্টেমকে প্রভাবিত করা। এর ফলে লক্ষ লক্ষ নতুন গ্রাহক ই-কমার্সের সুবিধা পাবেন।
এর মধ্যে আবার এরকম অনেকেই রয়েছেন যারা প্রথমবার ই-কমার্স সাইট ব্যবহার করছেন। সাধারণত বিগ বিলিয়ন ডে-এর সময় স্টোরেজ ক্ষমতা, বাছাই, প্লেসমেন্ট, প্যাকেজিং, প্রশিক্ষণ, ডেলিভারি, মানবসম্পদ ও সাপ্লাই চেইনের উপরে বিরাট পরিমানে চাপ পড়ে। আর সেই কারণেই অস্থায়ী নিয়োগের পথে ফ্লিপকার্ট হাঁটতে চলেছে। ফ্লিপকার্ট এই বছর গুজরাট, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, বিহার, রাজস্থান, তেলেঙ্গানা-সহ অন্যান্য বেশ কিছু রাজ্যে ১৯ লক্ষ বর্গফুটের বেশি জায়গাকে সাপ্লাই চেইনের আওতায় নিয়ে এসেছে। আর এই কারণে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। চলতি বছরে কিরণ ডেলিভারি প্রকল্পের মাধ্যমে ৪০ শতাংশের বেশি চালান সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছে। প্রসঙ্গত, বিগ বিলিয়ন ডে তে রেপুটেড ব্র্যান্ডের জিনিসের দামে flipkart বড় মাপের ছাড় দিয়ে থাকে। ইভিএম নিউজ