রাজীব ঘোষ, ৩১ আগস্ট: পুজোর আগের মাসে কতদিন ছুটি ব্যাঙ্কে? সামনেই পুজো। তার আগেই সেপ্টেম্বর মাসে কতদিন বন্ধ রয়েছে ব্যাঙ্ক?
ঘুরে দেখুন ‘ওড়িশার কাশ্মীর’
নিয়ম অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ব্যাঙ্কের ছুটির তালিকা জারি করা হয়। আগাম RBI ব্যাঙ্কের ছুটির তালিকা নিয়ে এই বিজ্ঞপ্তি জারি করে। যাতে গ্রাহকদের কোনও ধরনের সমস্যা তৈরি না হয়। মাসের শুরু থেকে ব্যাঙ্কিং কাজকর্মের চাপও বাড়তে থাকে। তার কারণ, বিভিন্ন সরকারি দফতর থেকে প্রাইভেট সংস্থায় বেতন, পেনশন থেকে শুরু করে বিভিন্ন ধরনের Financial Transaction মূলত বেশি হয় মাসের শুরুর দিকে।
এবার অনলাইন ও নেট ব্যাঙ্কিং পরিষেবা থাকলেও ব্যাঙ্কের শাখায় বিভিন্ন কারণে যেতেই হয়। যদি কোনও কারণে ব্যাঙ্কের শাখায় যাওয়ার দরকার থাকে, তাহলে তার আগে ব্যাঙ্কিং হলিডে (Banking Holiday List) সম্বন্ধে জেনে নেওয়া প্রয়োজন। যাতে ব্যাঙ্কের কাজের জন্য পরিকল্পনার দিন ঠিক করে নিতে পারেন। এখনও পর্যন্ত যা হলিডে লিস্ট প্রকাশ হয়েছে, তাতে সেপ্টেম্বর মাসের ১৬ দিনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে।
RBI- এর তরফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী ব্যাঙ্কিং হলিডে লিস্টে সেপ্টেম্বর মাসের রাজ্যের ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে। ব্যাঙ্কের শাখায় যাওয়ার আগে Long Weekend-এর ব্যাপারটিও মাথায় রাখতে হবে।
এক নজরে দেখে নেওয়া যাক, সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা (Banking Holiday in September Month):
৩ সেপ্টেম্বর ২০২৩- রবিবার
৬ সেপ্টেম্বর ২০২৩- কৃষ্ণ জন্মাষ্টমী
৭ সেপ্টেম্বর ২০২৩- কৃষ্ণ জন্মাষ্টমীর জন্যই চন্ডিগড়, দেরাদুন, তেলেঙ্গানা, লখনউ, কানপুর, রাচি, শিলং, শ্রীনগর, শিমলা সহ বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৯ সেপ্টেম্বর ২০২৩- দ্বিতীয় শনিবার
১০ সেপ্টেম্বর ২০২৩- রবিবার
১৭ ই সেপ্টেম্বর ২০২৩- রবিবার
১৮ই সেপ্টেম্বর ২০২৩- গণেশ চতুর্থীর কারণে বেঙ্গালুরু ও তেলেঙ্গানায় ব্যাঙ্ক বন্ধ।
১৯ সেপ্টেম্বর ২০২৩- গণেশ চতুর্থীর কারণেই ভুবনেশ্বর, মুম্বই, নাগপুর, পানাজিতে ব্যাঙ্ক বন্ধ।
২০ সেপ্টেম্বর ২০২৩- গনেশ চতুর্থী এবং নুয়াখাইয়ের কারণে ভুবনেশ্বর এবং কোচিতে ব্যাঙ্ক বন্ধ।
২২ সেপ্টেম্বর ২০২৩- নারায়ণ গুরু সমাধি দিবসের কারণে কোচি, পানাজি, ত্রিবান্দ্রমে ব্যাঙ্ক বন্ধ।
২৩ সেপ্টেম্বর ২০২৩- চতুর্থ শনিবার
২৪ সেপ্টেম্বর ২০২৩- রবিবার
২৫ সেপ্টেম্বর ২০২৩- শ্রীমন্ত শংকরদেবের জন্ম বার্ষিকীর কারণে গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ।
২৭ সেপ্টেম্বর ২০২৩- মিলাদ-ই- শরিফের কারণে জম্মু, শ্রীনগর, কোচিতে ব্যাঙ্ক বন্ধ।
২৮ সেপ্টেম্বর ২০২৩- ঈদ- ই- মিলাদের কারণে ব্যাঙ্ক বন্ধ।
২৯ সেপ্টেম্বর ২০২৩- ঈদ-ই-মিলাদুন্নবীর কারণে জম্মু, শ্রীনগর, গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ।
ছুটির দিনগুলিতে ATM থেকে টাকা তোলার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই আগেভাগে নগদ টাকা সংগ্রহ করে রাখুন। ব্যাঙ্কের ছুটির ব্যাপারে তথ্য জানার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন। ইভিএম নিউজ