সৌদি আরবের আল নাসরের জার্সিতে অভিষেক হতে এখনও কয়েকটা দিন বাকি রয়েছে। আগামী রবিবার মাঠে নামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো । তার আগে রাজধানী রিয়াধে তাঁকে ঘিরে তুমুল উন্মাদনা শুরু। সেখানকার একটি বিনোদন পার্কে শুধুমাত্র রোনাল্ডো ও তাঁর পরিবারের বিনোদনের ক্ষেত্রে দু ঘন্টার জন্য বন্ধ করে দিতে হয়। যেখানে সাধারণের জন্য ছিল প্রবেশ নিষিদ্ধ ।কারণ ভক্তদের হুড়োহুড়িকে আটকাতে স্থানীয় প্রশাসনকে এমন ব্যবস্থাই নিতে হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে । সিআরসেভেন সঙ্গিনী জিওর্জিনা রদ্রিগেজ তাঁর সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। রিয়াধের বুলেভার্ড ওয়ার্ল্ড আমিউসমেন্ট পার্কে দিনটি কিভাবে কাটিয়েছেন সেই ছবি পোস্ট করেন তিনি। পুত্র মাতেও ,কন্যা ইভা ও আলেনাকে নিয়ে বিভিন্ন পোজে ছবি তোলেন জিওর্জিনা। অন্যদিকে ,যেহেতু সৌদিআরবের নিয়ম অনুযায়ী বিয়ে না করে এক সঙ্গে থাকার নিয়ম নেই ,সেই নিয়মও শিথিল হয়েছে রোনাল্ডোর জন্য। তবে রোনাল্ডোদের পার্কে ঘোরার জন্য এইভাবে সাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ হওয়াকে স্থানীয় মানুষজন তেমন ভালোভাবে নিচ্ছেন না ।