ইভিএম নিউজ ব্যুরো, ২০ জুনঃ (Latest News) পান্ডুয়ার পাঁচগড়া তোরগ্রাম পঞ্চায়েতের নিয়াল এলাকার বেশ কিছু জায়গায় তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে পোস্টার পড়লো। পোস্টারে লেখা, ব্লক তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত সমিতির সদস্য বর্তমান পঞ্চায়েতের ২২ নম্বরের তৃণমূল পঞ্চায়েত সমিতির প্রার্থী মহম্মদ নূরসোভা মোল্লা। দোতলা বাড়ি, পঞ্চাশ বিঘা চাষ যোগ্য জমি, বাড়িতে শীততাপ নিয়ন্ত্রণ মেশিন, চাষের ট্রাক্টর থাকা সত্বেও নিজের মায়ের নামে সংখ্যালঘু সেলের ঘর নিয়েছেন। এছাড়া জব কার্ডের টাকার কাজ না করে নিয়েছেন। আপনারা ভাবুন কাকে ভোট দেবেন। নিচে লেখা এলাকার মানুষ। যদিও এই পোস্টার এর দায় স্বীকার করে নিয়ে স্থানীয় সিপিআইএম প্রার্থী। সিপিআইএম প্রার্থী মহম্মদ শরিফুল হাসান বলেন , আমাদের কাছে সমস্ত তথ্য রয়েছে। আমরা চাই এই ঘটনার তদন্ত হোক। তৃণমূলের যত চোর নেতা রয়েছে তাদের খাতা খুলে দেবো। এলাকায় আরও এরকম অনেক তৃণমূল নেতা রয়েছে।যাদের বিরুদ্ধে চাকরি চুরি, ১০০ দিনের কাজে দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রামবাসীবৃন্দর কাছে আমাদের দাবি এই দুর্নীতির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান এবং চোরকে তাড়ান। মানুষের পঞ্চায়েত তৈরি করুন।
যদিও তৃণমূল প্রার্থী নূরসোভা মোল্লা নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, তারা আমাকে ভয় পাচ্ছে ,তাই আবোল তাবোল বলছে। প্রয়োজনে আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হোক। সিপিআইএম ৩৪ বছর রাজত্ব করেছে, তারা কোন কাজ করেনি,তারা শুধু হার্মাদ পুষেছে। এর আগে ২০০৩ সালে আমি সেখানে প্রার্থী হয়েছিলাম তখন সিপিআইএমের হার্মাদরা কোন প্রার্থী দিতে দেয়নি। এখন সেখানে আমাদের শক্ত সংগঠন হয়েছে তাই তারা লড়াই করতে না পেরে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। কারণ মানুষ তাদের ভোট দেবে না। আমি নিজে ১১ বিঘা সম্পত্তির মালিক। তারা যে ৫০ বিঘার কথা বলছে সেটা সম্পূর্ণ মিথ্যা। মানুষ বুঝে গেছে হার্মাদদের পশ্চিম বাংলায় কোন ঠাঁই নেই। মানুষ একত্রিত হয়েছে শুধু সময়ের অপেক্ষা তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবে।(EVM News)