ইভিএম নিউজ ব্যুরো, ২৫ জুনঃ (Latest News) সাইবার প্রতারণায় গায়েব হওয়া টাকা ফেরত পেল প্রতারকেরা। টাকা উদ্ধার করে প্রতারকদের হাতে ফেরত দিল পাণ্ডবেশ্বর থানার পুলিশ ।
সাম্প্রতিককালে বিভিন্ন সময়ে পাণ্ডবেশ্বর এলাকায় সাইবার প্রতারণার শিকার হয়েছেন বেশ কয়েকজন । এদের মধ্যে যারা থানায় অভিযোগ দায়ের করেছিলেন এরকম পাঁচ জনের ৩ লাখ ৮০ হাজার ১৩৩ টাকা উদ্ধার করেছে পুলিশ । রবিবার পাণ্ডবেশ্বর থানায় যারা প্রতারিত তাঁদের ডেকে পাঁচজনের হাতে টাকা ফেরত দেওয়া হয়।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ওমর আলী মোল্লা জানান, অসাবধানতা, অজ্ঞতা ও লোভের কারণে অনেকে সাইবার প্রতারণার শিকার হন। পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে সতর্কতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে । সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
তবে এত সতর্কতামূলক কর্মসূচি নেওয়া হলেও সাধারন মানুষ কি সাবধান হবে । এখন দেখান এটাই। (EVM News)