ইভিএম নিউজ : পাকিস্তান শত্রু। বাংলাদেশ বন্ধু। কিন্তু পাকিস্তানের বাংলাদেশ যদি দুই বন্ধু হয়। তাহলে সেই দুই বন্ধুকে কী বলবেন? আপনার বন্ধু, না শত্রু?
না, হেঁয়ালি নয়। বাস্তবেই এমন একটা ঘটনা ঘটেছে, জানি একেবারেই অন্য এক নির্মল আনন্দের অনুভূতি, আপনার মধ্যে আসতে বাধ্য। ঘটনাটার কথা এবার খোলসা করে জানানো যাক।
বাবা পাকিস্তানি। নাম ওমর এশা। মা বাংলাদেশের নাগরিক। আর তাদের সদযাত্র পুত্রসন্তানের নাম কী জানেন? সেই ফুটফুটে শিশুটির নাম রাখা হয়েছে ‘ইন্ডিয়া’। ঘুমন্ত সন্তানকে নিজেদের মাঝখানে রেখে, পাকিস্তানি বাবা আর বাংলাদেশী মা তুলেছেন এক মিষ্টি সেলফি। আর সেই সেলফি ছড়িয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ব্যস, মুহূর্তে ভাইরাল তিনদেশের এই চমৎকার মিলনের ক্যানভাস।
কিন্তু কেন এই নাম? পাকিস্তানি বাবা ওমর এশা জানিয়েছেন, সন্তান আসার খবর পেয়েই তারা স্বামী-স্ত্রী মিলে ঠিক করেছিলেন, তার নতুন আর চমকপ্রদ কোনও পরিচয় দেবেন। এরপর পুত্রসন্তান জন্ম নেওয়ার পর থেকে আর পাঁচজন বাবা-মা’র মতোই উমর আর তাঁর বাংলাদেশী স্ত্রী ছেলেকে নিজেদের মাঝখানে শুইয়ে রাখছেন। অনেকটা দুই প্রতিবেশী দেশের মাঝখানে থাকা ভারতের মতো। আর সেই ব্যাপারটা মাথায় আসার পরেই তারা ছেলের নাম রাখলেন ‘ইন্ডিয়া’।
এহেন নবজাতক কি দুই প্রতিবেশী দেশের সম্পর্কের উত্তাপ কমাতে পারবে? উত্তর দেবে ভবিষ্যৎ। আপাতত শুধুই নামের চমক রইল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর