মনসারাম কর, ২৭ ফেব্রুয়ারিঃ পঞ্চায়েতের পদ নিয়ে অসন্তোষের জেরে, তৃণমূলের উপপ্রধানকে বেধড়ক মারধর। মারধরের অভিযোগ উঠল, দলেরই অন্য একটি গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ালো, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। গুরুতর জখম ওই উপপ্রধানকে প্রথমে চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হল পরে তাঁকে ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। যদিও, এ ধরনের কোনও ঘটনা ঘটেনি বলেই দাবি করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক অরূপ ধাড়া।

স্থানীয়সূত্রে জানা গেছে  শুক্রবার দিদির দূত কর্মসূচি উপলক্ষ্যে চন্দ্রকোনায় গিয়েছিলেন, স্থানীয় তৃণমূল বিধায়ক অরূপ ধাড়া। সেসময় পূর্ব নির্ধারিত কর্মসূচির উদ্বোধনস্থল রাতারাতি পরিবর্তন করার অভিযোগ উঠেছিল, স্থানীয় তৃণমূলের একটি প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে। জানিয়ে বিরুদ্ধ গোষ্ঠীর বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক। শনিবারের এই উপপ্রধানকে মারধরের ঘটনা, তারই বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন, স্থানীয় গ্রামবাসীরা। প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগে জেলায় জেলায় নীচুতলার নেতাকর্মীদের মিলেমিশে চলার বার্তা দিয়েছেন দিয়েছিলেন, শাসকদলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের কটাক্ষ, স্থানীয় রাজনৈতিক স্বার্থে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বকেও যে পাত্তা দেওয়া হচ্ছে না, এদিনের ঘটনায় সেটাই আরও একবার প্রমাণ হল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর