ইভিএম নিউজ ব্যুরো, ১৫ এপ্রিলঃ ঘটা করে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পে রাস্তা তৈরি ও তার মেরামতের কাজ শুরু করা হলেও ২৫ বছর ধরে মেরামত করা হয়নি ঝাড়গ্রাম থেকে ধেড়ুয়া পর্যন্ত রাস্তাটি। যার ফলে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। ২৫ বছর প্রশাসনের দরজায় ঘুরে ঘুরেও সুরাহা হয়নি কোনও। ফলে রাস্তা মেরামত না হওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। কবে ওই রাস্তা মেরামত করা হবে তা এখনো জানা যায়নি। যেখানে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্প নিয়ে রাজ্য সরকার এর সাফল্য তুলে ধরে ঝাড়গ্রাম জেলা প্রশাসন মেতে রয়েছে সেখানে। ঝাড়গ্রাম থেকে ধেড়ুয়ার মত রাস্তা ২৫ বছর ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। যার ফলে ওই রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই চলছে। যানবাহন চলাচলের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে, জীবন হাতে নিয়ে চালকদের গাড়ি চালাতে হয়। যাতায়াতে ভোগান্তির শিকার হতে হয় এলাকার বাসিন্দাদের।(EVM News)পঞ্চায়েত নির্বাচনের আগে মমতার নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে জোরকদমে চলছে রাস্তা তৈরির কাজ




















