ইভিএম নিউজ ব্যুরো, ২৭ এপ্রিলঃ  EVM News -এর প্রাক পঞ্চায়েত সমীক্ষা দেখুন…

ইস্যুঃ  ১) রাজবংশী সহ হিন্দু আদিবাসীদের সমর্থন অনেকটাই হারিয়েছে তৃণমূল।

২) সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ কংগ্রেসের দিকে চলে গিয়েছে।

৩) ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরীর দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা।

৪) গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার তৃণমূল কংগ্রেস দল।

৫) সাম্প্রতিক বিভিন্ন দুর্নীতি যেমন- চাকরি চুরি, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, মিড ডে মিল, গরু পাচার ইত্যাদির সঙ্গে তৃণমূল নেতাদের নাম জড়ানো।

মোট মহকুমা সংখ্যাঃ ২ ( রায়গঞ্জ ও ইসলামপুর )

মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা: ৯৮+

বিজেপি : (৪৫-৫০)
বাম-কংগ্রেস জোট : (২৫-৩০)
তৃণমূল : (১৫-২০)

মোট পঞ্চায়েত সমিতির সংখ্যা: ৯+

বিজেপি : (২)
বাম-কংগ্রেস জোট : (৬)
তৃণমূল : (৬)

জেলা পরিষদ- মোট আসন সংখ্যা: ২৬+

বিজেপি : (২০-২২)
বাম-কংগ্রেস জোট : (১-২)
তৃণমূল : (২-৪)

মোট ব্লক সংখ্যাঃ ৯

১) রায়গঞ্জঃ মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা- ১৪

বিজেপি (৫-৬) টি, বাম- কংগ্রেস জোট (৩-৪) টি ও তৃণমূল (৩-৪) টি দখল করতে পারে।

২) হেমতাবাদঃ মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা-৫

বিজেপি (২-৩) টি, বাম- কংগ্রেস জোট (১-২) টি ও তৃণমূল (০-১) টি দখল করতে পারে।

৩) কালিয়াগঞ্জঃ মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা-৮

বিজেপি (৬-৭) টি, বাম- কংগ্রেস জোট (১-২) টি ও তৃণমূল (০) টি দখল করতে পারে।

৪) ইটাহারঃ মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা-১২

বিজেপি (৫-৬) টি, বাম- কংগ্রেস জোট (৪-৫) টি ও তৃণমূল (০-১)টি দখল করতে পারে।

৫) করণদিঘিঃ মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা-১৩

বিজেপি (৭-৮) টি, বাম- কংগ্রেস জোট (৩-৪) টি ও তৃণমূল (০-১) টি দখল করতে পারে।

৬) গোয়ালপোখর-১ঃ মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা-১৪

বিজেপি (৩-৪) টি, বাম- কংগ্রেস জোট (৬-৭) টি ও তৃণমূল (২-৩) টি দখল করতে পারে।

৭) গোয়ালপোখর-২ঃ মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা-১১

বিজেপি (৪-৫) টি, বাম- কংগ্রেস জোট (৪-৫) টি ও তৃণমূল (০-১) টি দখল করতে পারে।

৮) ইসলামপুরঃ মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা-১৩

বিজেপি (৩-৪) টি, বাম- কংগ্রেস জোট (৫-৬) টি ও তৃণমূল (২-৩) টি দখল করতে পারে।

৯) চোপড়াঃ মোট গ্রাম পঞ্চায়েত সংখ্যা-৮

বিজেপি (২-৩) টি, বাম- কংগ্রেস জোট (১-২) টি ও তৃণমূল (৪-৫) টি দখল করতে পারে।

(EVM News)

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে পশ্চিম বর্ধমানে ? EVM News -এর প্রাক পঞ্চায়েত সমীক্ষা দেখুন

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরে ? EVM News -এর প্রাক পঞ্চায়েত সমীক্ষা দেখুন

 

 

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর