মাধব দেবনাথ, ১৮ ফেব্রুয়ারিঃ দশমাসেরও বেশি আগে বগটুইয়ের মাটিতে দাঁড়িয়ে, পরবর্তী দশদিনের মধ্যে রাজ্যের সর্বত্র তল্লাশি চালিয়ে, বেআইনি অস্ত্র উদ্ধারের সময়সীমা বেঁধে দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই মৌখিক নির্দেশ পালন যে রাজ্যপুলিশের পক্ষে কত কঠিন, দশমাস পেরিয়েও তার প্রমাণ পাওয়া যাচ্ছে, প্রায় প্রতিদিনই। বিশেষত পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের জেলায় জেলায় প্রায় প্রতিদিনই যেভাবে বোমাগুলির লড়াই আর অস্ত্র উদ্ধারের খবর মিলছে, তাতে আসন্ন সেই নির্বাচন নিয়ে এখন থেকেই অশনিসঙ্কেত দেখছে, রাজনীতির পর্যবেক্ষকদের একটা বড় অংশ। আর সেই আশঙ্কা আরও খানিকটা উসকে দিয়ে, শনিবার সকালে নদীয়ার আরংঘাটা থানা এলাকায় পুলিশের নাকা তল্লাশিতে উদ্ধার হল, তিনটি দেশি পিস্তল সহ ১৫ টি কার্তুজ।
পুলিশসূত্রে খবর, এদিন সকালে আরংঘাটা থানার নিমতলা মোড়ে নাকা চেকিং চালানোর সময়, স্কুটিতে চড়ে যাওয়া দুই যুবককে দেখে, পুলিশের সন্দেহ হয়। এরপর তাঁদের প্রথমে জিজ্ঞাসাবাদ, তারপর তল্লাশি করতেই, ওই যুবকদের কাছ থেকে ওই বেআইনি অস্ত্র উদ্ধার হয়। বাবন দাস ও ধনঞ্জয় সরকার নামে ওই দুই যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের একজনের বাড়ি উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ায়, এবং অন্যজনের বাড়ি নদীয়ার আরংঘাটা থানা এলাকায়। শনিবার এই ঘটনায় সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে সবটাই তুলে ধরেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কে কান্নান।
রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনের আবহে, প্রকাশ্যে দিনের আলোয় এহেন অস্ত্র উদ্ধারের ঘটনায়, আক্ষরিক অর্থেই উদ্বেগ বেড়েছে, জেলার পুলিশ প্রশাসনের অন্দরে।