ইভিএম নিউজ ব্যুরো, ২ অগাস্টঃ (Latest News) পার্ক স্ট্রিট ধর্ষণের ঘটনায় সাফাই ছিল বয়ফ্রেন্ডের চরিত্র তিনি জানতেন না। নিখিল জৈনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত অভিযোগে সাফাই ছিল তাদের বিয়েই হয়নি। আর প্রযোজনা সংস্থার ২৪ কোটি টাকার প্রতারণার ঘটনায় তার সাফাই, তিনি জানতেনই না সংস্থাটি ভুয়ো। কিন্তু কার সাফাইয়ের কথা বলছি? তিনি অন্য কেউ নন। তিনি রুপোলী পর্দার অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহান

অভিযোগ, ২০১৪ সালে ৪২৯ জনের কাছ থেকে প্রায় ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে মোট ২৪ কোটি টাকা তিনি প্রতারিতদের কাছ থেকে তুলেছিলেন। বিনিময়ে রাজারহাটের নিউটাউনে ৩ বিএইচকে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল তিন বছরের মধ্যে। ফ্ল্যাট দেওয়া তো দুরস্ত উল্টে অভিনেত্রী নিজেই সেই টাকায় বিলাসবহুল ফ্ল্যাট কেনেন বলে অভিযোগ।

বুধবার প্রেসক্লাবে নিজের সাফাই পর্বের সময় সাংবাদিকরা তাকে সেই প্রশ্ন করতেই নুসরাত বলেন , তিনি ২০১৭ সালে সেই কোম্পানি থেকে রিজাইন দিয়েছেন। সংস্থাটির প্রতারণা সম্পর্কে তিনি অবগত ছিলেন না। যে এক কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, সে প্রসঙ্গে নুসরাত বলেন, তিনি এই ১ কোটি টাকা ওই সংস্থা থেকে ঋণ বাবদ নিয়েছিলেন।

এরপরই সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, ফ্ল্যাট কেনার জন্য প্রয়োজনীয় টাকা তিনি ব্যাংক থেকে ঋণ হিসেবে না নিয়ে কেন একটি বেসরকারি সংস্থা থেকেই নিলেন। তাও আবার যে সংস্থার ডিরেক্টর তিনি নিজেই। আর এই প্রশ্ন করতেই অভিনেত্রীর বিরাগভাজন হলেন সাংবাদিকরা।ছাড়লেন প্রেসক্লাব। তড়িঘড়ি উঠলেন নিজের গাড়িতে।

এদিকে প্রতারিতদের বক্তব্য, তারা অভিনেত্রী তথা তৃণমূল সাংসদকে দেখেই ফ্ল্যাট কেনার জন্য অগ্রিম দিয়েছেন। তবে  রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে নুসরাত জাহান প্রতারণা থেকে বাঁচার পথ হিসেবেই ঋণ নেওয়ার গল্প ফেঁদেছেন। (EVM News)

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর