Tokyo World Championship: Neeraj Chopra

ব্যুরো নিউজ ২৪ জুন: প্যারিস ডায়মন্ড লিগে দুর্দান্ত সাফল্যের পর ভারতীয় জ্যাভলিন তারকা নীরজ চোপড়ার (Neeraj Chopra) নজর এখন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের দিকে। চলতি বছরের সেপ্টেম্বরে টোকিওতে এই টুর্নামেন্ট শুরু হবে এবং নীরজ সাফ জানিয়েছেন যে, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জেতাই তাঁর এই মরসুমের প্রধান লক্ষ্য।

ভারতের শ্রেষ্ঠ বল্লম নিক্ষেপকারীর ৯০ মিটারের ফের ; কি ভাবছেন বিশ্ববিখ্যাত নিরাজ চোপড়া ?

সম্প্রতি চেক প্রজাতন্ত্রের অস্ট্রাভাতে গোল্ডেন স্পাইক অ্যাথলেটিক্স মিটে অংশগ্রহণের আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ২৭ বছর বয়সী নীরজ চোপড়া বলেন, “এই বছর আমার প্রধান লক্ষ্য বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সেপ্টেম্বরে টোকিওতে হবে টুর্নামেন্ট।”

নীরজ চোপড়ার ক্যারিয়ারে একাধিক অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক থাকলেও, তিনি সবসময় নিজেকে আরও উন্নত করার চেষ্টা করেন। সম্প্রতি কিংবদন্তী জ্যাভলিন থ্রোয়ার ইয়ান জেলেজনিকে ব্যক্তিগত কোচ হিসেবে পেয়েছেন নীরজ। জেলেজনিকে কোচ করার সুফলও পাচ্ছেন নীরজ, যা তাঁর পারফরম্যান্সে স্পষ্ট। দোহা ডায়মন্ড লিগে তিনি প্রথমবারের মতো ৯০ মিটারের বেশি (৯০.২৩ মিটার) জ্যাভলিন ছুঁড়েছিলেন।

মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলার ক্রীড়া উন্নয়নে নতুন দৃষ্টান্তঃ ঝাড়গ্রামের অনিমেষ রায়ের সোনা জয়

নীরজ আরও বলেছেন, “মানসিক ও শারীরিকভাবে খুব ভাল জায়গায় আছি। ৯০ মিটার দূরত্ব অতিক্রম করতেই হবে, এই চাপটা আর নেই। তবে ধারাবাহিকতা বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাব।” টোকিওতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি তাঁর সেরাটা দিতে চান এবং দেশের জন্য আরও একটি সোনালী মুহূর্ত বয়ে আনতে বদ্ধপরিকর।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর